গাছের ছবি পোস্ট করে প্রকৃতিকে রক্ষার আহ্বান জয়ার
- আপডেট টাইম : ০৭:১০:৪০ পূর্বাহ্ণ, শনিবার, ২২ মে ২০২১
- / ৫৫৫ ৫০০০.০ বার পাঠক
বিনোদন রিপোর্ট।।
বিশাল হাত প্রসারিত আকাশের দিকে ৷ বাঁচার জন্য অসহায় আর্তি স্পষ্ট তার শরীরী ভঙ্গিমায় ৷ ঘন অরণ্যের মধ্যে হাত তুলে যেন সাহায্য চাইছে ঈশ্বরের কাছে ৷ এরকমই একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান ৷ তার মতে, সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক!!
ফেসবুকে নিজের ওয়ালে জয়া লিখেছেন, আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি! এই গাছ নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
গাছটির অবস্থান ইংল্যান্ডের ওয়েলসে ৷ বিগত এক দশক ধরে এই পাইন গাছটি ছিল ইংল্যান্ডের উচ্চতম গাছ। ২০৯ ফিট উচ্চতা নিয়ে গাছটি ২০ তলা ভবনকেও ছাড়িয়ে যেতে। কিন্তু এক ঝড়ে গাছটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে ভাস্কর্যে পরিণত করেন শিল্পী সিমোন ও’ রুরকে ৷ তার শৈল্পিক ছোঁয়ায় গাছটি এখন বিপন্ন আরণ্যকের প্রতীক৷