আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ০৭:০০:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ মে ২০২১
- / ২৭০ ৫০০০.০ বার পাঠক
আব্দুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি (ঠাকুরগাঁও)।।
আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন করা হয়েছে বারো আউলিয়া নামক এই জায়গায়।
প্রতিবছর বৈশাখ মাসের শেষ শুক্রবার বারো আউলিয়া মেলা অনুষ্ঠিত হয় তবে এবার একটু ভিন্ন ভাবে এই মেলা অনুষ্ঠিত হয়।
বার আউলিয়া মাজারটি ঠাকুরগাঁও জেলার ১০ নং ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সীর হাট (বাগান বাড়ি) নামক এলাকায় অবস্থিত। উক্ত স্থানে ০১টি ঘর রয়েছে । তাই এই ঘর টিকে বারো আউলিয়া মাজার কমিটি শিশু ও বয়স্ক আশ্রম বানানোর সিদ্ধান্ত নেন যাতে করে সমাজের অবহেলিত শিশু ও বয়স্করা এখানে এসে বসবাস করতে পারেন।
পূর্ব সূত্রে জানা যায় মধ্যপ্রাচ্য হতে ১২ জন আউলিয়া উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন।
সেই ১২ জন আউলিয়া হলেন
*হেমায়েত আলী শাহ (রঃ)
*নিয়ামত উল্লাহ শাহ (রঃ)
*কেরামত আলী শাহ (রঃ)
*আজহার আলী শাহ (রঃ)
*হাকিম আলী শাহ (রঃ)
*মনছুর আলী শাহ (রঃ)
*মমিনুল শাহ (রঃ)
*শেখ গরীবুল্লাহ (রঃ)
*আমজাদ আলী মোল্লা (রঃ)
*ফরিজ উদ্দিন আখতার (রঃ)
* শাহ মোক্তার আলী (রঃ)
*শাহ অলিউল্লাহ (রঃ)
ইসলাম ধর্ম প্রচারের জন্য উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন । তিনারা ইসলাম প্রচার করতে করতে পঞ্চগড় আটোয়ারী থানার মির্জাপুর নামক এলাকায় অবস্থান করে এবং তাঁরা সেখানে ইন্তেকাল করলে উক্ত স্থানে তাঁদের সমাহিত করা হয়। ১২ জন আউলিয়াকে সমাহিত করায় এবং তাঁদের মাজার থাকায় এই স্থানের নাম হয় বার আউলিয়া। পরবর্তীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও পঞ্চগড় জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘বার আউলিয়া মাজারটি পাকা করা হয়।
তাই এই নামকরণ অনুসারে এই জায়গা টিও একই নামে নামকরণ করা হয় কারণ তিনারা এই জায়গায় এসে বিশ্রাম করেন এবং কিছুদিন এই জায়গায় অবস্থান করেন এবং এখান থেকে তিনারা ইসলাম প্রচার করেন।