ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঠবাড়িয়া সাংবাদিক কন্যা স্কুলছাত্রী ঊর্মির ধর্ষক ও হত্যাকারী ছগীরের ফাঁসির দাবিতে এবং সারা দেশের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল নাসিরনগরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৯ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ১জন আটক জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানাল জামায়াত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি: মির্জা ফখরুল বিগত সরকারের সময় অর্থনৈতিক তথ্য ছিল ‘গোঁজামিল নির্ভর’ গাজীপুর মহানগরীর কাশিমপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে রেন্ট এ কারের গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে জুলাই গণঅভুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নান্দাইলে ইফতার ও দোয়া মাহফিল

আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন 

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • / ২৯৮ ৫০০০.০ বার পাঠক

আব্দুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি (ঠাকুরগাঁও)।।

আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন করা হয়েছে বারো আউলিয়া নামক এই জায়গায়।

প্রতিবছর বৈশাখ মাসের শেষ শুক্রবার বারো আউলিয়া মেলা অনুষ্ঠিত হয়  তবে এবার একটু ভিন্ন ভাবে এই মেলা অনুষ্ঠিত হয়।

বার আউলিয়া মাজারটি ঠাকুরগাঁও জেলার ১০ নং ওয়ার্ডের  গোবিন্দনগর মুন্সীর হাট (বাগান বাড়ি) নামক এলাকায়  অবস্থিত। উক্ত স্থানে ০১টি ঘর রয়েছে । তাই এই ঘর টিকে  বারো আউলিয়া মাজার কমিটি শিশু ও বয়স্ক আশ্রম বানানোর সিদ্ধান্ত নেন যাতে করে সমাজের  অবহেলিত শিশু ও বয়স্করা এখানে এসে বসবাস করতে পারেন।

পূর্ব সূত্রে জানা যায়  মধ্যপ্রাচ্য হতে ১২ জন আউলিয়া উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন।

সেই ১২  জন আউলিয়া হলেন

*হেমায়েত আলী শাহ (রঃ)

*নিয়ামত উল্লাহ শাহ (রঃ)

*কেরামত আলী শাহ (রঃ)

*আজহার আলী শাহ (রঃ)

*হাকিম আলী শাহ (রঃ)

*মনছুর আলী শাহ (রঃ)

*মমিনুল শাহ (রঃ)

*শেখ গরীবুল্লাহ (রঃ)

*আমজাদ আলী মোল্লা (রঃ)

*ফরিজ উদ্দিন আখতার (রঃ)

* শাহ মোক্তার আলী (রঃ)

*শাহ অলিউল্লাহ (রঃ)

ইসলাম ধর্ম প্রচারের জন্য উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন । তিনারা ইসলাম প্রচার করতে করতে পঞ্চগড় আটোয়ারী থানার মির্জাপুর নামক এলাকায় অবস্থান করে এবং তাঁরা সেখানে  ইন্তেকাল করলে উক্ত স্থানে তাঁদের সমাহিত করা হয়। ১২ জন আউলিয়াকে সমাহিত করায় এবং তাঁদের মাজার থাকায় এই স্থানের নাম হয় বার আউলিয়া। পরবর্তীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও পঞ্চগড় জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘বার আউলিয়া মাজারটি পাকা করা হয়।

তাই এই নামকরণ অনুসারে এই জায়গা টিও একই নামে নামকরণ করা হয় কারণ তিনারা এই জায়গায় এসে বিশ্রাম করেন  এবং কিছুদিন এই জায়গায় অবস্থান করেন এবং এখান থেকে  তিনারা ইসলাম প্রচার করেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন 

আপডেট টাইম : ০৭:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১

আব্দুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি (ঠাকুরগাঁও)।।

আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন করা হয়েছে বারো আউলিয়া নামক এই জায়গায়।

প্রতিবছর বৈশাখ মাসের শেষ শুক্রবার বারো আউলিয়া মেলা অনুষ্ঠিত হয়  তবে এবার একটু ভিন্ন ভাবে এই মেলা অনুষ্ঠিত হয়।

বার আউলিয়া মাজারটি ঠাকুরগাঁও জেলার ১০ নং ওয়ার্ডের  গোবিন্দনগর মুন্সীর হাট (বাগান বাড়ি) নামক এলাকায়  অবস্থিত। উক্ত স্থানে ০১টি ঘর রয়েছে । তাই এই ঘর টিকে  বারো আউলিয়া মাজার কমিটি শিশু ও বয়স্ক আশ্রম বানানোর সিদ্ধান্ত নেন যাতে করে সমাজের  অবহেলিত শিশু ও বয়স্করা এখানে এসে বসবাস করতে পারেন।

পূর্ব সূত্রে জানা যায়  মধ্যপ্রাচ্য হতে ১২ জন আউলিয়া উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন।

সেই ১২  জন আউলিয়া হলেন

*হেমায়েত আলী শাহ (রঃ)

*নিয়ামত উল্লাহ শাহ (রঃ)

*কেরামত আলী শাহ (রঃ)

*আজহার আলী শাহ (রঃ)

*হাকিম আলী শাহ (রঃ)

*মনছুর আলী শাহ (রঃ)

*মমিনুল শাহ (রঃ)

*শেখ গরীবুল্লাহ (রঃ)

*আমজাদ আলী মোল্লা (রঃ)

*ফরিজ উদ্দিন আখতার (রঃ)

* শাহ মোক্তার আলী (রঃ)

*শাহ অলিউল্লাহ (রঃ)

ইসলাম ধর্ম প্রচারের জন্য উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন । তিনারা ইসলাম প্রচার করতে করতে পঞ্চগড় আটোয়ারী থানার মির্জাপুর নামক এলাকায় অবস্থান করে এবং তাঁরা সেখানে  ইন্তেকাল করলে উক্ত স্থানে তাঁদের সমাহিত করা হয়। ১২ জন আউলিয়াকে সমাহিত করায় এবং তাঁদের মাজার থাকায় এই স্থানের নাম হয় বার আউলিয়া। পরবর্তীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও পঞ্চগড় জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘বার আউলিয়া মাজারটি পাকা করা হয়।

তাই এই নামকরণ অনুসারে এই জায়গা টিও একই নামে নামকরণ করা হয় কারণ তিনারা এই জায়গায় এসে বিশ্রাম করেন  এবং কিছুদিন এই জায়গায় অবস্থান করেন এবং এখান থেকে  তিনারা ইসলাম প্রচার করেন।