ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
মিথ্যা সংবাদের প্রতিবাদ লিগ্যাল নোটিশ করতে প্রস্তুতি বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর আমড়াগাছি খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আমিরাতের ঠাকুরগাঁওয়ে আ:লীগ অফিস দখল, ভূল সিদ্ধান্ত ছিলো// সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধার আহবায়ক গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ বানাতে চান ট্রাম্প মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে সারাদেশে কলম বিরতি এনবিআরের একাধিক নেতাদের গণপদত্যাগ আগামী ১৫ ও ১৭ মে পর্যন্ত চলবে কর্মসূচি বিডিআর বিদ্রোহ: কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন পালানো’র সময় বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা আটক নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে? শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবেন’

আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন 

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ০৭:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • / ৩২৯ ১৫০০০.০ বার পাঠক

আব্দুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি (ঠাকুরগাঁও)।।

আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন করা হয়েছে বারো আউলিয়া নামক এই জায়গায়।

প্রতিবছর বৈশাখ মাসের শেষ শুক্রবার বারো আউলিয়া মেলা অনুষ্ঠিত হয়  তবে এবার একটু ভিন্ন ভাবে এই মেলা অনুষ্ঠিত হয়।

বার আউলিয়া মাজারটি ঠাকুরগাঁও জেলার ১০ নং ওয়ার্ডের  গোবিন্দনগর মুন্সীর হাট (বাগান বাড়ি) নামক এলাকায়  অবস্থিত। উক্ত স্থানে ০১টি ঘর রয়েছে । তাই এই ঘর টিকে  বারো আউলিয়া মাজার কমিটি শিশু ও বয়স্ক আশ্রম বানানোর সিদ্ধান্ত নেন যাতে করে সমাজের  অবহেলিত শিশু ও বয়স্করা এখানে এসে বসবাস করতে পারেন।

পূর্ব সূত্রে জানা যায়  মধ্যপ্রাচ্য হতে ১২ জন আউলিয়া উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন।

সেই ১২  জন আউলিয়া হলেন

*হেমায়েত আলী শাহ (রঃ)

*নিয়ামত উল্লাহ শাহ (রঃ)

*কেরামত আলী শাহ (রঃ)

*আজহার আলী শাহ (রঃ)

*হাকিম আলী শাহ (রঃ)

*মনছুর আলী শাহ (রঃ)

*মমিনুল শাহ (রঃ)

*শেখ গরীবুল্লাহ (রঃ)

*আমজাদ আলী মোল্লা (রঃ)

*ফরিজ উদ্দিন আখতার (রঃ)

* শাহ মোক্তার আলী (রঃ)

*শাহ অলিউল্লাহ (রঃ)

ইসলাম ধর্ম প্রচারের জন্য উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন । তিনারা ইসলাম প্রচার করতে করতে পঞ্চগড় আটোয়ারী থানার মির্জাপুর নামক এলাকায় অবস্থান করে এবং তাঁরা সেখানে  ইন্তেকাল করলে উক্ত স্থানে তাঁদের সমাহিত করা হয়। ১২ জন আউলিয়াকে সমাহিত করায় এবং তাঁদের মাজার থাকায় এই স্থানের নাম হয় বার আউলিয়া। পরবর্তীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও পঞ্চগড় জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘বার আউলিয়া মাজারটি পাকা করা হয়।

তাই এই নামকরণ অনুসারে এই জায়গা টিও একই নামে নামকরণ করা হয় কারণ তিনারা এই জায়গায় এসে বিশ্রাম করেন  এবং কিছুদিন এই জায়গায় অবস্থান করেন এবং এখান থেকে  তিনারা ইসলাম প্রচার করেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন 

আপডেট টাইম : ০৭:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১

আব্দুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি (ঠাকুরগাঁও)।।

আল্লাহর দান শিশু ও বয়স্কদের আশ্রমাগার শুভ উদ্বোধন করা হয়েছে বারো আউলিয়া নামক এই জায়গায়।

প্রতিবছর বৈশাখ মাসের শেষ শুক্রবার বারো আউলিয়া মেলা অনুষ্ঠিত হয়  তবে এবার একটু ভিন্ন ভাবে এই মেলা অনুষ্ঠিত হয়।

বার আউলিয়া মাজারটি ঠাকুরগাঁও জেলার ১০ নং ওয়ার্ডের  গোবিন্দনগর মুন্সীর হাট (বাগান বাড়ি) নামক এলাকায়  অবস্থিত। উক্ত স্থানে ০১টি ঘর রয়েছে । তাই এই ঘর টিকে  বারো আউলিয়া মাজার কমিটি শিশু ও বয়স্ক আশ্রম বানানোর সিদ্ধান্ত নেন যাতে করে সমাজের  অবহেলিত শিশু ও বয়স্করা এখানে এসে বসবাস করতে পারেন।

পূর্ব সূত্রে জানা যায়  মধ্যপ্রাচ্য হতে ১২ জন আউলিয়া উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন।

সেই ১২  জন আউলিয়া হলেন

*হেমায়েত আলী শাহ (রঃ)

*নিয়ামত উল্লাহ শাহ (রঃ)

*কেরামত আলী শাহ (রঃ)

*আজহার আলী শাহ (রঃ)

*হাকিম আলী শাহ (রঃ)

*মনছুর আলী শাহ (রঃ)

*মমিনুল শাহ (রঃ)

*শেখ গরীবুল্লাহ (রঃ)

*আমজাদ আলী মোল্লা (রঃ)

*ফরিজ উদ্দিন আখতার (রঃ)

* শাহ মোক্তার আলী (রঃ)

*শাহ অলিউল্লাহ (রঃ)

ইসলাম ধর্ম প্রচারের জন্য উক্ত স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেন বা কিছুদিন অবস্থান করেন । তিনারা ইসলাম প্রচার করতে করতে পঞ্চগড় আটোয়ারী থানার মির্জাপুর নামক এলাকায় অবস্থান করে এবং তাঁরা সেখানে  ইন্তেকাল করলে উক্ত স্থানে তাঁদের সমাহিত করা হয়। ১২ জন আউলিয়াকে সমাহিত করায় এবং তাঁদের মাজার থাকায় এই স্থানের নাম হয় বার আউলিয়া। পরবর্তীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও পঞ্চগড় জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘বার আউলিয়া মাজারটি পাকা করা হয়।

তাই এই নামকরণ অনুসারে এই জায়গা টিও একই নামে নামকরণ করা হয় কারণ তিনারা এই জায়গায় এসে বিশ্রাম করেন  এবং কিছুদিন এই জায়গায় অবস্থান করেন এবং এখান থেকে  তিনারা ইসলাম প্রচার করেন।