বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনা ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের ধানের শীষ প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে৷ রোববার বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান৷ উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মিয়া মৃধা, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা কে এম হুমায়ুন কবীর, আবু বকর সিদ্দিক বাদল, এআর মামুন খান, গাজী ওহিদুজ্জামান জাকির, মামুন বিল্লাহ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান৷
প্রিন্ট
পিরোজপুর জেলা প্রতিনিধি আফজাল মিয়ার তথ্যচিত্রে 




















