ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫:
বেসরকারি উন্নয়ন সংস্থা *ড্রীম এলাইভ ফাউন্ডেশন* নভেম্বর ২০২৫ মাসজুড়ে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, টেকসই জীবনমান নিশ্চিতকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে কাজ করে আসছে।
মাসব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে তিনটি অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে
মিরপুরে: ১৫০ পরিবার
নারায়ণগঞ্জ (আদমজী এলাকায়): ১০৫ পরিবার
মোহাম্মদপুরে: ১৯৮ পরিবার
সব মিলিয়ে ৪৫৩টি পরিবার এক মাসে ত্রাণ সহায়তা পেয়েছে।
মোহাম্মদপুরে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *জনাব আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা* মহানগর উত্তর। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্রীম এলাইভ ফাউন্ডেশন এর *নির্বাহী পরিচালক মুর্তুজা আহমেদ খান।*
সংস্থার কর্মকর্তারা জানান, মানবিক সহায়তা ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রিন্ট
নিজস্ব সংবাদ : 



















