ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ Logo মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত Logo পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo দেশের ধন্যাঢ্য ব্যক্তিরাও প্রতারণার শিকার অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্র Logo দায়িত্ব গ্রহণের পরপরই প্রায় অর্ধশত বদলি বানিজ্য পিএইচডি জালিয়াতি-বদলি বানিজ্য-ঠিকাদারি সিন্ডিকেটের মূলহোতা খালেকুজ্জামান চৌধুরী Logo কাচিঘাটা রেঞ্জে গাছকাটা সিন্ডিকেটের তাণ্ডব রাতে চার–পাঁচশ গাছ উজাড়—বন রক্ষাকারীরাই অভিযুক্ত!** স্থানীয়দের অভিযোগ: “৫ আগস্টের পর এলাকা একেবারে মগের মুল্লুক—বন কেটে লুটে খাচ্ছে সবাই Logo চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত Logo ১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া Logo প্লট বরাদ্দে দুর্নীতির মামলা জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড Logo তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

মানবতার ফেরিওয়ালা তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী

ভাঙ্গুরা): পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী আক্তার সমাজে মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় মানবিক, সাহসী ও নির্ভরযোগ্য জন প্রতিনিধির স্বীকৃতি পেয়েছেন। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়েও মানুষের কাছে তিনি এখন ‘মানবতার ফেরিওয়ালা’ নামে পরিচিত।

প্রতিদিন ভোরে মানুষের খবর নেওয়াই তার অভ্যাস। কার ঘরে খাবার নেই, কে ওষুধের অভাবে চিকিৎসা পাচ্ছে না কিংবা কোন পরিবার জরুরি সহায়তার অপেক্ষায় এসবের খোঁজ সবসময়ই থাকে তার কাছে। নিজের সীমিত সামর্থ্য নিয়েই বছরের পর বছর বিভিন্ন অসহায় পরিবারকে সহযোগিতা করছেন তিনি।

বিজলী আক্তার বলেন, “মানুষের সেবা করা আমার দায়িত্ব নয়, এটা আমার ভালোবাসা। তৃতীয় লিঙ্গ হওয়ায় সমাজ অনেক সময় আমাদের আলাদা করে দেখে। কিন্তু আমি চাই মানুষ বুঝুক, আমরাও সমাজেরই অংশ, আমরাও মানুষের জন্য কাজ করতে পারি।”
তিনি আরও বলেন, “যখন দেখি কারো মুখে হাসি ফুটেছে, তখনই মনে হয় আমি ঠিক পথেই আছি।”

স্থানীয় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা জানান, বিজলী আপা ছাড়া আগে কেউ আমাদের নিয়ে ভাবত না। সে আমাদের জন্য কাজের সুযোগ করে দিয়েছে। সম্মান দিয়ে পাশে দাঁড়িয়েছে।

এলাকাবাসীরাও মনে করেন, বিজলী এলাকার সামাজিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।

বনওয়ারীনগর বাজারের মুদি দোকানী আফসার আলী জানান, বিজলী আপা রাত বিরাতে মানুষের ডাকে ছুটে আসে। স্বার্থ ছাড়া মানুষের জন্য কাজ করতে দেখেছি তাকে।

এলাকার এক প্রবীণ ব্যক্তি জয়দার আলী বলেন, আগে এদের নিয়ে নানা ধারণা ছিল। এখন বিজলী দেখিয়ে দিয়েছে মানুষ তার পরিচয়ে নয়, কাজে বড় হয়।

বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সদস্যরাও বিজলীর প্রশংসায় বলেন, সমস্যা হলে বিজলীকে প্রথমেই পাশে পাওয়া যায়। মানুষের জন্য তার যে আন্তরিকতা তা সত্যিই অনুকরণযোগ্য।

বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, বিজলী তার কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছে। সে দায়িত্ববান, সৎ ও মানবিক। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়েও যে এতো কার্যকরভাবে কাজ করা যায় বিজলী তার বাস্তব উদাহরণ।

মানবিকতা, সাহস ও দায়বদ্ধতার অনন্য মিশেলে বিজলী আক্তার আজ ফরিদপুরের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। নিজের পরিচয় ছাপিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন তিনি।

ছবি: ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী আক্তার।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ

মানবতার ফেরিওয়ালা তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী

আপডেট সময় ০১:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ভাঙ্গুরা): পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী আক্তার সমাজে মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় মানবিক, সাহসী ও নির্ভরযোগ্য জন প্রতিনিধির স্বীকৃতি পেয়েছেন। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়েও মানুষের কাছে তিনি এখন ‘মানবতার ফেরিওয়ালা’ নামে পরিচিত।

প্রতিদিন ভোরে মানুষের খবর নেওয়াই তার অভ্যাস। কার ঘরে খাবার নেই, কে ওষুধের অভাবে চিকিৎসা পাচ্ছে না কিংবা কোন পরিবার জরুরি সহায়তার অপেক্ষায় এসবের খোঁজ সবসময়ই থাকে তার কাছে। নিজের সীমিত সামর্থ্য নিয়েই বছরের পর বছর বিভিন্ন অসহায় পরিবারকে সহযোগিতা করছেন তিনি।

বিজলী আক্তার বলেন, “মানুষের সেবা করা আমার দায়িত্ব নয়, এটা আমার ভালোবাসা। তৃতীয় লিঙ্গ হওয়ায় সমাজ অনেক সময় আমাদের আলাদা করে দেখে। কিন্তু আমি চাই মানুষ বুঝুক, আমরাও সমাজেরই অংশ, আমরাও মানুষের জন্য কাজ করতে পারি।”
তিনি আরও বলেন, “যখন দেখি কারো মুখে হাসি ফুটেছে, তখনই মনে হয় আমি ঠিক পথেই আছি।”

স্থানীয় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা জানান, বিজলী আপা ছাড়া আগে কেউ আমাদের নিয়ে ভাবত না। সে আমাদের জন্য কাজের সুযোগ করে দিয়েছে। সম্মান দিয়ে পাশে দাঁড়িয়েছে।

এলাকাবাসীরাও মনে করেন, বিজলী এলাকার সামাজিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।

বনওয়ারীনগর বাজারের মুদি দোকানী আফসার আলী জানান, বিজলী আপা রাত বিরাতে মানুষের ডাকে ছুটে আসে। স্বার্থ ছাড়া মানুষের জন্য কাজ করতে দেখেছি তাকে।

এলাকার এক প্রবীণ ব্যক্তি জয়দার আলী বলেন, আগে এদের নিয়ে নানা ধারণা ছিল। এখন বিজলী দেখিয়ে দিয়েছে মানুষ তার পরিচয়ে নয়, কাজে বড় হয়।

বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সদস্যরাও বিজলীর প্রশংসায় বলেন, সমস্যা হলে বিজলীকে প্রথমেই পাশে পাওয়া যায়। মানুষের জন্য তার যে আন্তরিকতা তা সত্যিই অনুকরণযোগ্য।

বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, বিজলী তার কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছে। সে দায়িত্ববান, সৎ ও মানবিক। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়েও যে এতো কার্যকরভাবে কাজ করা যায় বিজলী তার বাস্তব উদাহরণ।

মানবিকতা, সাহস ও দায়বদ্ধতার অনন্য মিশেলে বিজলী আক্তার আজ ফরিদপুরের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। নিজের পরিচয় ছাপিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন তিনি।

ছবি: ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী আক্তার।


প্রিন্ট