পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভের পাদদেশে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনার চিহ্ন স্থানীয়রা শুক্রবার সকালে দেখতে পেয়ে হতবাক হন। সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের একটি ভিডিওও ছড়িয়ে পড়ে।
জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, শহীদদের প্রতি অসম্মান দেখাতে পরিকল্পিতভাবেই এই কাজ করা হয়েছে। আমরা গতকাল সারাদিন পাহারায় ছিলাম। স্মৃতিস্তম্ভ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সতর্ক আছি। প্রশাসনের প্রতি দাবিভিডিও দেখে দায়ীদের শনাক্ত করতে হবে।
স্থানীয় বাসিন্দারাও জানান, রাতে কারা এ কাজ করেছে তা জানা যায়নি। সকালে স্মৃতিস্তম্ভের নিচে আগুনের কালো দাগ দেখে তারা বিস্মিত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হবে।’
এদিকে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
প্রিন্ট
পটুয়াখালী সংবাদদাতা 



















