নওগাঁর নিয়ামতপুর উপজেলার তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মমতা আক্তার মিমি (১১) কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
আজ ৯ই নভেম্বর (রবিবার) দুপুরে নিয়ামতপুর থানা ও উপজেলা গেটের সামনে এ প্রতিবাদ ও সমাবেশ পালিত হয়। এ সমাবেশে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী, এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন-মমতার বাবা-মোঃ মিনহাজুল ইসলাম, মাতা-মোছাঃ আশা বেগম, সাবেক ইউপি সদস্য- পারুল বেগম, চাচা-মোঃ আক্তার হোসেন প্রমুখ। বক্তব্য শেষে প্রায় ঘন্টা ব্যাপী দুই কিলোমিটারের দীর্ঘ মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
মামলাটির বিষয় জানতে চাইলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুর রহমান বলেন, মামলা টি অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং এজাহার ভুক্ত চার জন আসামি কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রিন্ট
মোঃ আল মাহমুদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ 




















