২৪ এপ্রিল কে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা জাতীয় নাগরিক পার্টি

- আপডেট টাইম : ০২:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৩ ৫০০০.০ বার পাঠক
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকের রক্তে ভেজা দিন টা শ্রমিক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি। গত ২৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সাভার বাসস্টান্ডে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত কর্মসূচি পালন করা হয়।
সাভারে রানা প্লাজা ধসে ১১৩৪ জন শ্রমিকের প্রান ঝরে গিয়েছিল ২০১৩ সালের ২৪ এপ্রিল। ঐ দিন প্রান এর সাথে ঝরে গিয়েছিল একটি ভবন,ভেঙে পড়েছিল তাদের স্বপ্ন, নিরাপত্তা, ও নায্য অধিকার। তারই সাথে সহস্রাধিক শ্রমিক কে চিরজিবনের মতো পঙ্গু হতে হয়েছিল। এই ২৪ এপ্রিল আমাদের স্বরনীয় হয়ে থাকবে সর্বময়। দেশের উন্নয়ন খ্যাতে শ্রমিকের ভূমিকা অসীম। দেশ ও রাষ্ট্রের শিল্প, সেবা ও সংগ্রামে শ্রমিক ভূমিকা রেখেছে তাদের উদাসীনতা নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোন ভাবেই মেনে নেওয়া হবে না।
২৪ এপ্রিল রক্তে লেখা এই দিন শ্রমিকের নিরাপত্তা, অধিকার, ও জিবনের প্রশ্ন তোলে। এই দিন আমাদের জাগিয়ে তোলে, লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়। তাই আমরা দাবি জানাই:
১) রানা প্লাজা দিবস কে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা করতে হবে। এই দিন সকল গার্মেন্টস প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা।
২) রানা প্লাজা শহীদদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃত প্রদান করা।
৩) আহত শ্রমিকদের আজিবন চিকিৎসা ও পূনর্বাসন করার লক্ষ্যে রানা প্লাজা শ্রমিক কল্যান ট্রাস্ট গঠন করা।
৪) সারা দেশে শ্রমিকের কর্মস্থল নিশ্চিত করা।
৫) রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্নসাৎকারীদের কাছ থেকে টাকা উদ্ধার করে আহত শ্রমিকদের ফেরত দিতে হবে।
৬) রানা প্লাজা ধসের জন্যে দায়ী সকল কে দ্রততম সময়ে বিচার করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি শ্রমিকের এই দাবিগুলো আদায়ে বদ্ধপরিকর। রানা প্লাজা দিবসকে আন্তর্জাতিক শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা করতে আমরা ঐক্য বদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবো এমন বক্তব্য রাখেন শ্রমিকদের প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি।