ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মহান মে দিবস পালিত মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন ভারতের যৌন কর্মীদের শ্রমিকের অধিকার চায়, সাথে নিরাপত্তা ও সামাজিক ন্যায়। রায়পুরে মাদ্রাসারছাত্রীকে অপহরণের পর ধর্ষণনের অভিযোগ কোস্টগার্ড কর্তৃক অবৈধ চিংড়ি রেণু পোনাসহ ০৪ জন আটক নবাবগঞ্জে জাতীয় উদ্যান শালবণে আগুন ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ আজমিরীগঞ্জে সিজার করতে গিয়ে প্রসূতির জরায়ু কেটে দেয়ার ঘটনায় নিউ মেডিল্যাব হাসপাতাল সীলগালা করে দিয়েছে স্বাস্হ্য প্রশাসন আসন্ন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা সভা পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের গণসংযোগ

মিতা হককে নিয়ে জয়িতার কথন আর গান

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০২:২১:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ২৮৪ ০.০০০ বার পাঠক

বিনোদন রিপোর্টার।।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত মিতা হকের মেয়ে জয়িতা হকও একজন কণ্ঠশিল্পী। গত ১১ এপ্রিল পরপারে পাড়ি জমিয়েছেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। এরপর ফোনে খুব একটা পাওয়া যায়নি মেয়ে গায়িকা ফারহিন খান জয়িতাকে। তিনি জানালেন, প্রিয় মানুষটিকে হারানোর পর অনেকটাই ঘোরের মধ্যে ছিলেন। ঘোর কাটিয়ে ১৪ এপ্রিল রাতে মা হারানোর সুতীব্র হাহাকার বুকে নিয়ে ফেসবুকে লিখেছেন একটি পোস্ট। মায়ের জন্য গেয়েছেন গানও। যেখানে উঠে এসেছে মা হারা অসহায় সন্তানের আর্তনাদ।

জয়িতা লেখেন, আমি এখনও বিষয়টার মধ্যে ঢুকতে পারিনি। কেমন একটা ঘোরের মধ্যে আছি। মাঝে মাঝেই মনে হচ্ছে, মা ডাকছে। মাঝে মাঝেই মনে হচ্ছে এই তো সামনে দিয়ে হেঁটে গেল। খুব বেশি চিৎকার করে কাঁদতেও পারিনি এখনও। কিন্তু সত্যি এটাই যে, মা নাই। আমার মা’টা নাই। আমার মা’টাই তো ছিল, আমার সেই মা’টা সত্যি নাই।

কিন্তু আমি বিশ্বাস করি, মা এবার শান্তিতেই আছে, আনন্দেই আছে। ওপারে তো তার সব প্রিয় মানুষরা আছে। শুধু আমি আর রাজন নাই। মা’র শাহীন বাবুও (অভিনেতা মোস্তাফিজ শাহীন) নাই! কিন্তু সময় হলে আমরাও তো যাবো একদিন। সেই দিনের অপেক্ষায় রইলাম। ততদিন এখন যেখানে আছি, সেটাকে ‘পরবাস’ মনে হবে…। মনে হবে- হেথা কে রাখিবে দুঃখ ভয় সংকটে? মনে হতেই থাকবে- তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে…।

সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়িতা আরও লেখেন, আমার মা’টাকে সবাই যে এত ভালোবাসা, আদর আর সম্মানে জড়িয়ে রেখেছেন, এই ঋণ শোধ করবার নয়। আসলে মানুষটাই এমন আমার মা, যে ভালো না বেসে পারা যায় না। আমার পরম সৌভাগ্য, আমার জন্ম তার গর্ভে হয়েছে। জীবনের ৩৩ বছর আমি তাকে পেয়েছি, আরও অনেক পেতে ইচ্ছা করে, আরও অনেক বেশি পাওয়া উচিতও ছিল। কিন্তু হলো না। আমার সাথে এমনই হয়।

এরপর মাকে লক্ষ্য করে একটি গান পরিবেশন করেন জয়িতা। তার আগে বলেন, আজ (১৪ এপ্রিল) মা ছাড়া আমার প্রথম পহেলা বৈশাখ। মা’র কণ্ঠে এই গানটা আমি সব সময় শুনতে চাইতাম। গানটা বসে শেখা হয়নি কখনও, শুনে শুনে যতটুকু মনে রেখেছি সেটাই গাইলাম। কারণ এই গানটাই আমার জীবনের পরম সত্য হয়ে আজ ধরা দিয়েছে…

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে মহান মে দিবস পালিত

মিতা হককে নিয়ে জয়িতার কথন আর গান

আপডেট টাইম : ০২:২১:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১

বিনোদন রিপোর্টার।।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত মিতা হকের মেয়ে জয়িতা হকও একজন কণ্ঠশিল্পী। গত ১১ এপ্রিল পরপারে পাড়ি জমিয়েছেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। এরপর ফোনে খুব একটা পাওয়া যায়নি মেয়ে গায়িকা ফারহিন খান জয়িতাকে। তিনি জানালেন, প্রিয় মানুষটিকে হারানোর পর অনেকটাই ঘোরের মধ্যে ছিলেন। ঘোর কাটিয়ে ১৪ এপ্রিল রাতে মা হারানোর সুতীব্র হাহাকার বুকে নিয়ে ফেসবুকে লিখেছেন একটি পোস্ট। মায়ের জন্য গেয়েছেন গানও। যেখানে উঠে এসেছে মা হারা অসহায় সন্তানের আর্তনাদ।

জয়িতা লেখেন, আমি এখনও বিষয়টার মধ্যে ঢুকতে পারিনি। কেমন একটা ঘোরের মধ্যে আছি। মাঝে মাঝেই মনে হচ্ছে, মা ডাকছে। মাঝে মাঝেই মনে হচ্ছে এই তো সামনে দিয়ে হেঁটে গেল। খুব বেশি চিৎকার করে কাঁদতেও পারিনি এখনও। কিন্তু সত্যি এটাই যে, মা নাই। আমার মা’টা নাই। আমার মা’টাই তো ছিল, আমার সেই মা’টা সত্যি নাই।

কিন্তু আমি বিশ্বাস করি, মা এবার শান্তিতেই আছে, আনন্দেই আছে। ওপারে তো তার সব প্রিয় মানুষরা আছে। শুধু আমি আর রাজন নাই। মা’র শাহীন বাবুও (অভিনেতা মোস্তাফিজ শাহীন) নাই! কিন্তু সময় হলে আমরাও তো যাবো একদিন। সেই দিনের অপেক্ষায় রইলাম। ততদিন এখন যেখানে আছি, সেটাকে ‘পরবাস’ মনে হবে…। মনে হবে- হেথা কে রাখিবে দুঃখ ভয় সংকটে? মনে হতেই থাকবে- তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে…।

সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়িতা আরও লেখেন, আমার মা’টাকে সবাই যে এত ভালোবাসা, আদর আর সম্মানে জড়িয়ে রেখেছেন, এই ঋণ শোধ করবার নয়। আসলে মানুষটাই এমন আমার মা, যে ভালো না বেসে পারা যায় না। আমার পরম সৌভাগ্য, আমার জন্ম তার গর্ভে হয়েছে। জীবনের ৩৩ বছর আমি তাকে পেয়েছি, আরও অনেক পেতে ইচ্ছা করে, আরও অনেক বেশি পাওয়া উচিতও ছিল। কিন্তু হলো না। আমার সাথে এমনই হয়।

এরপর মাকে লক্ষ্য করে একটি গান পরিবেশন করেন জয়িতা। তার আগে বলেন, আজ (১৪ এপ্রিল) মা ছাড়া আমার প্রথম পহেলা বৈশাখ। মা’র কণ্ঠে এই গানটা আমি সব সময় শুনতে চাইতাম। গানটা বসে শেখা হয়নি কখনও, শুনে শুনে যতটুকু মনে রেখেছি সেটাই গাইলাম। কারণ এই গানটাই আমার জীবনের পরম সত্য হয়ে আজ ধরা দিয়েছে…