মিতা হককে নিয়ে জয়িতার কথন আর গান
- আপডেট টাইম : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
বিনোদন রিপোর্টার।।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত মিতা হকের মেয়ে জয়িতা হকও একজন কণ্ঠশিল্পী। গত ১১ এপ্রিল পরপারে পাড়ি জমিয়েছেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। এরপর ফোনে খুব একটা পাওয়া যায়নি মেয়ে গায়িকা ফারহিন খান জয়িতাকে। তিনি জানালেন, প্রিয় মানুষটিকে হারানোর পর অনেকটাই ঘোরের মধ্যে ছিলেন। ঘোর কাটিয়ে ১৪ এপ্রিল রাতে মা হারানোর সুতীব্র হাহাকার বুকে নিয়ে ফেসবুকে লিখেছেন একটি পোস্ট। মায়ের জন্য গেয়েছেন গানও। যেখানে উঠে এসেছে মা হারা অসহায় সন্তানের আর্তনাদ।
জয়িতা লেখেন, আমি এখনও বিষয়টার মধ্যে ঢুকতে পারিনি। কেমন একটা ঘোরের মধ্যে আছি। মাঝে মাঝেই মনে হচ্ছে, মা ডাকছে। মাঝে মাঝেই মনে হচ্ছে এই তো সামনে দিয়ে হেঁটে গেল। খুব বেশি চিৎকার করে কাঁদতেও পারিনি এখনও। কিন্তু সত্যি এটাই যে, মা নাই। আমার মা’টা নাই। আমার মা’টাই তো ছিল, আমার সেই মা’টা সত্যি নাই।
কিন্তু আমি বিশ্বাস করি, মা এবার শান্তিতেই আছে, আনন্দেই আছে। ওপারে তো তার সব প্রিয় মানুষরা আছে। শুধু আমি আর রাজন নাই। মা’র শাহীন বাবুও (অভিনেতা মোস্তাফিজ শাহীন) নাই! কিন্তু সময় হলে আমরাও তো যাবো একদিন। সেই দিনের অপেক্ষায় রইলাম। ততদিন এখন যেখানে আছি, সেটাকে ‘পরবাস’ মনে হবে…। মনে হবে- হেথা কে রাখিবে দুঃখ ভয় সংকটে? মনে হতেই থাকবে- তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে…।
সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়িতা আরও লেখেন, আমার মা’টাকে সবাই যে এত ভালোবাসা, আদর আর সম্মানে জড়িয়ে রেখেছেন, এই ঋণ শোধ করবার নয়। আসলে মানুষটাই এমন আমার মা, যে ভালো না বেসে পারা যায় না। আমার পরম সৌভাগ্য, আমার জন্ম তার গর্ভে হয়েছে। জীবনের ৩৩ বছর আমি তাকে পেয়েছি, আরও অনেক পেতে ইচ্ছা করে, আরও অনেক বেশি পাওয়া উচিতও ছিল। কিন্তু হলো না। আমার সাথে এমনই হয়।
এরপর মাকে লক্ষ্য করে একটি গান পরিবেশন করেন জয়িতা। তার আগে বলেন, আজ (১৪ এপ্রিল) মা ছাড়া আমার প্রথম পহেলা বৈশাখ। মা’র কণ্ঠে এই গানটা আমি সব সময় শুনতে চাইতাম। গানটা বসে শেখা হয়নি কখনও, শুনে শুনে যতটুকু মনে রেখেছি সেটাই গাইলাম। কারণ এই গানটাই আমার জীবনের পরম সত্য হয়ে আজ ধরা দিয়েছে…