নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশ সেনাবাহিনী
- আপডেট টাইম : ১০:১০:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৪১ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার(১০ অক্টোবর) বেলা ১১টায় তর্পনঘাট কেন্দ্রীয় বিষ্ণুমন্দির পরিদর্শন । সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের উপ লক্ষ্যে পুজা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।
মন্দির পরিদর্শন শেষে কর্মকর্তারা মন্দির কমিটির সঙ্গে কথা বলেন এবং পূজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাদের তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
এসময় সেনাবাহিনীর খোলাহাটি বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ পিএসসি, এস এম আশিক উজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ সহ প্রমূখ উপস্থিত ছিলেন ।