ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন: প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নিতে জাতিসংঘকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন কোস্ট গার্ডের অভিযানে ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটকসহ জিম্মি থাকা দুই জেলে উদ্ধার ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার চকলেটের লোভ দেখিয়ে কিন্ডার গার্টেনের শিশুদের মাদ্রাসায় উপস্থাপন// ঠাকুরগাঁওয়ে দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কান্ড পুরোনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ড ॥ নিহত ৩

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / ৩২৪ ৫০০০.০ বার পাঠক

উখিয়ায় রিপোর্টার।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন কয়েকজন।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।

ততক্ষণে বেশ কিছু দোকান ও স্থাপনা পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করে বলে উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান।

নিহতরা হলেন- আমান উল্লাহ (২০) ফরিদুল ইসলাম (২৫) ও মো. আইয়াস (২২)। তাদের মধ্যে আইয়াস ১০ নম্বর কুতুপালং ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ সাকের মাঝির ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল বলেন, কুতুপালং বাজারে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নন।

“আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আমাদের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনজনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি, আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে বলে জানান ইমদাদুল।

গত মাসের ২২ তারিখ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়, ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়ে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ড ॥ নিহত ৩

আপডেট টাইম : ০৭:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

উখিয়ায় রিপোর্টার।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন কয়েকজন।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।

ততক্ষণে বেশ কিছু দোকান ও স্থাপনা পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করে বলে উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান।

নিহতরা হলেন- আমান উল্লাহ (২০) ফরিদুল ইসলাম (২৫) ও মো. আইয়াস (২২)। তাদের মধ্যে আইয়াস ১০ নম্বর কুতুপালং ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ সাকের মাঝির ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল বলেন, কুতুপালং বাজারে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নন।

“আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আমাদের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনজনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি, আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে বলে জানান ইমদাদুল।

গত মাসের ২২ তারিখ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়, ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়ে।