ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম সিইপিজেডে আল হামিদ টেক্সটাইল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড Logo পিআর নিয়ে গণভোটে অনড় জামায়াত, মানলেই জুলাই সনদে স্বাক্ষর Logo ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে আসেনি, ভেঙে পড়ছে দেয়াল Logo ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস Logo বরগুনার তালতলীতে সুশীলনের উদ্যোগে নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, Logo মহম্মদপুরে শহীদ আবীর হোসেন দিবস পালিত Logo কালিয়াকৈরে জমির দলিল জালিয়াতির অভিযোগ Logo অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি Logo হাসিনার অর্থ জোগানদাতা কে এই দিলীপ, তার কারামুক্তির নেপথ্যে কারা? Logo HSC Result 2025 : কোন বোর্ডে পাশের হার কত শতাংশ? জিপিএ-৫ কত?

কালিয়াকৈরে জমির দলিল জালিয়াতির অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর বরইতলী গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ শাহফুল আলম(৪১) কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমার পিতা আব্দুল খালেক মৃত্যুকালে এক স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে তাহার তাজ্যবিত্ত সম্পত্তিতে ওয়ারিশাণ রাখিয়া মৃত্যুবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তি আমরা ওয়ারিশগণ ভোগ দখল করিয়া আসিতেছি। আমার নিকটতম পরিচিত তাইজুল ইসলাম, পিতা মবেদ আলী, সাং-ঢালজোড়া, কালিয়াকৈর, গাজীপুর, ২১/০৪/২০১৯ ইং তারিখে মৌখিক তিন মাস মেয়াদের মধ্যে আমাদের জমির সর্বোচ্চ বিক্রিত মূল্য আমাদের হাতে বুঝিয়া দিবে এবং তিন মাসের মধ্যে জমি বিক্রি করিতে না পারিলে আমাদের জমি আমাদের নামে ফেরত দিবে, এই মর্মে মৌখিক অঙ্গীকার করিয়া ২১/০৪/২০১৯ইং তারিখে একখানা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করিয়া নেয়, ওই দলিলের গ্রহীতা আমিনুল ইসলামের সহী সম্পাদন ছাড়াই কমিশনে দলিল সম্পন্ন করে। আমরা জমি জমা ও দলিল সংক্রান্ত বিষয়ে না বুঝার কারণে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নিতে সহি সম্পন্ন করি। মৌখিক মেয়াদ তিন মাস চলিয়া যাওয়ার পরেও তাহার সাথে যোগাযোগ করিলে বিভিন্ন রকমের তালবাহানা করে। এভাবেই ৪-৫ বছর অতিবাহিত হয়। আমরা একপর্যায়ে বিভিন্ন আইনজীবী ও দলিল লেখকদের সাথে পরামর্শ করে জানতে পারি পাওয়ার অফ এ্যাটর্নি দলিল করতে গেলে দাতাগণ ও গ্রহিতাগণ উভয় পক্ষগণ উপস্থিত থাকিয়া সহি সম্পন্ন করতে হয়। উভয় পক্ষের কেহ অনুপস্থিত থাকলে তা জালিয়াতি বলে গণ্য হয়। এরই মধ্যে আমার মা বার্ধক্য জনিত কারণে মারা যান।আইন অনুযায়ী মৃত ব্যক্তির পাওয়ার বাতিল হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, তাইজুল ইসলাম একজন উগ্রমেজাজী লোক। সে দীর্ঘদিন এলাকায় তার ক্ষমতা দেখিয়ে মসজিদ কমিটি নিয়েও ব্যাপক তোলপাড় সৃষ্টি করে রেখেছে।

মোঃ শাহফুল আলম আরো বলেন, প্রতারক তাইজুল ও তার সঙ্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি ১৩/১০/২০২৫ তারিখ কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা লিখিত অভিযোগ করি। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৪/১০/২০২৫ তারিখে আলোচনায় বসলে তাইজুল ও তাদের চক্রের যে প্রতারণা সেটা প্রমাণ হয়। এও প্রমাণ হয় যে, জালিয়াতি করে পাওয়ার অফ এ্যাটর্নি যাহা আইন অনুযায়ী বাতিল বলিয়া গণ্য। শাহফুল আলম ও ওই জমির মালিকরা এই প্রতারকদের হাত থেকে আমাদের জমি আমরা ফেরত চাই। আমাদের সাংসারিক ও চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তাই আমরা আমাদের জমি বিক্রি করতে গেলে তাইজুল ইসলাম ও তার লোকজন আমাদের জমি ক্রেতাকে হুমকি প্রদান করে। এদিকে রফিক নামের এক জমির দালাল আমাদের ওই জমি বিক্রি লোককে দেখিয়ে ঝামেলা সৃষ্টি করার পাঁয়তারা করতেছে। যদি আমাদের জমি আমরা ফেরত না পাই এবং সুষ্ঠুভাবে বিক্রি করতে না পারি তাহলে তাইজুল ও জমির দালাল রফিকসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করতে বাধ্য হবো


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম সিইপিজেডে আল হামিদ টেক্সটাইল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিয়াকৈরে জমির দলিল জালিয়াতির অভিযোগ

আপডেট সময় ০৫:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর বরইতলী গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ শাহফুল আলম(৪১) কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমার পিতা আব্দুল খালেক মৃত্যুকালে এক স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে তাহার তাজ্যবিত্ত সম্পত্তিতে ওয়ারিশাণ রাখিয়া মৃত্যুবরণ করিলে তাহার ত্যাজ্যবিত্ত সম্পত্তি আমরা ওয়ারিশগণ ভোগ দখল করিয়া আসিতেছি। আমার নিকটতম পরিচিত তাইজুল ইসলাম, পিতা মবেদ আলী, সাং-ঢালজোড়া, কালিয়াকৈর, গাজীপুর, ২১/০৪/২০১৯ ইং তারিখে মৌখিক তিন মাস মেয়াদের মধ্যে আমাদের জমির সর্বোচ্চ বিক্রিত মূল্য আমাদের হাতে বুঝিয়া দিবে এবং তিন মাসের মধ্যে জমি বিক্রি করিতে না পারিলে আমাদের জমি আমাদের নামে ফেরত দিবে, এই মর্মে মৌখিক অঙ্গীকার করিয়া ২১/০৪/২০১৯ইং তারিখে একখানা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করিয়া নেয়, ওই দলিলের গ্রহীতা আমিনুল ইসলামের সহী সম্পাদন ছাড়াই কমিশনে দলিল সম্পন্ন করে। আমরা জমি জমা ও দলিল সংক্রান্ত বিষয়ে না বুঝার কারণে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নিতে সহি সম্পন্ন করি। মৌখিক মেয়াদ তিন মাস চলিয়া যাওয়ার পরেও তাহার সাথে যোগাযোগ করিলে বিভিন্ন রকমের তালবাহানা করে। এভাবেই ৪-৫ বছর অতিবাহিত হয়। আমরা একপর্যায়ে বিভিন্ন আইনজীবী ও দলিল লেখকদের সাথে পরামর্শ করে জানতে পারি পাওয়ার অফ এ্যাটর্নি দলিল করতে গেলে দাতাগণ ও গ্রহিতাগণ উভয় পক্ষগণ উপস্থিত থাকিয়া সহি সম্পন্ন করতে হয়। উভয় পক্ষের কেহ অনুপস্থিত থাকলে তা জালিয়াতি বলে গণ্য হয়। এরই মধ্যে আমার মা বার্ধক্য জনিত কারণে মারা যান।আইন অনুযায়ী মৃত ব্যক্তির পাওয়ার বাতিল হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, তাইজুল ইসলাম একজন উগ্রমেজাজী লোক। সে দীর্ঘদিন এলাকায় তার ক্ষমতা দেখিয়ে মসজিদ কমিটি নিয়েও ব্যাপক তোলপাড় সৃষ্টি করে রেখেছে।

মোঃ শাহফুল আলম আরো বলেন, প্রতারক তাইজুল ও তার সঙ্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি ১৩/১০/২০২৫ তারিখ কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা লিখিত অভিযোগ করি। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৪/১০/২০২৫ তারিখে আলোচনায় বসলে তাইজুল ও তাদের চক্রের যে প্রতারণা সেটা প্রমাণ হয়। এও প্রমাণ হয় যে, জালিয়াতি করে পাওয়ার অফ এ্যাটর্নি যাহা আইন অনুযায়ী বাতিল বলিয়া গণ্য। শাহফুল আলম ও ওই জমির মালিকরা এই প্রতারকদের হাত থেকে আমাদের জমি আমরা ফেরত চাই। আমাদের সাংসারিক ও চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তাই আমরা আমাদের জমি বিক্রি করতে গেলে তাইজুল ইসলাম ও তার লোকজন আমাদের জমি ক্রেতাকে হুমকি প্রদান করে। এদিকে রফিক নামের এক জমির দালাল আমাদের ওই জমি বিক্রি লোককে দেখিয়ে ঝামেলা সৃষ্টি করার পাঁয়তারা করতেছে। যদি আমাদের জমি আমরা ফেরত না পাই এবং সুষ্ঠুভাবে বিক্রি করতে না পারি তাহলে তাইজুল ও জমির দালাল রফিকসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করতে বাধ্য হবো


প্রিন্ট