ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে রানীশংকৈলে জিপিএ—৫ পাওয়া ৪ শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাধা অর্থিক সংকট কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক মসজিদ পরিস্কার অভিযান ফুলবাড়ীতে ভুট্টা বোঝাই ট্রলির চালক নিজ গাড়িতে চাপা পড়ে নিহত বিবাহিত অছাত্র কিশোরগ্যাং এর লিডার রুবেল হোসেন জয়কে দিয়ে এবার ছাত্রলীগের নতুন কমিটি করা হলো কুষ্টিয়ায় পদ্মায় ডুবে যাওয়া নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ময়মনসিংহ সদর-উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক বিজয় করার লক্ষ্যে বিশাল নির্বাচনী আলোচনা জনসভা

জামালপুরে কুল চাষ বাড়ছে প্রতি মৌসুমে বানিজ্য হবে কোটি টাকা 

যতই দিন যাচ্ছে কুল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প পুঁজি লোকসানের ঝুঁকি কম থাকায় কুল চাষে আগ্রহ ব্যপক আকারে বেড়েছে। কুল চাষ কে জনপ্রিয় করার লক্ষ্যে সরকার কৃষিবিভাগের মাধ্যমে কুল চাষ প্রকল্প হাতে নেয়। ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অনেকেই কুল বাগান তৈরি করে সাফল্য পেয়েছে। কৃষি বিভাগের আশা সরকারের এ প্রকল্প বাস্তবায়ন হলে কৃষক মহলে কোটি টাকার বানিজ্য হবে।
জানা যায়,আওয়ামীলীগ সরকারের সফল কার্যক্রম কৃষি বিভাগ জামালপুর সদর উপজেলায় ব্যপক ভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে শ্রীপুর,বাশচড়া,সাহাবজপুর,নরুন্দি,নান্দিনা,পিয়ারপুর,তুলসীরপুর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কুল চাষের আওতায় আনা হয়েছে। এ সব এলাকায় বাড়ীর আঙ্গিনা থেকে ফসলি জমিতে কুল বাগান তৈরির লক্ষ্যে উন্নতাতের কুলের কলমের চারা বিতরন করা হবে। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় বিতরন করা হয়েছে। ১ থেকে ২শত বাগান তৈরি করে বেশ কয়েকজন কুলচাষি ব্যপক সাফল্য পেয়েছে। অনেকেই কুল বিক্রি করে স্ববলম্বি হয়েছে।
এ দিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার্য় কৃষি বিভাগের কুলচাষ প্রকল্প ব্যপক গতিতে এগিয়ে চলছে। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, মহদান, ভাটারা, কামরাবদ, পোগলদিঘ, সাতপোয়া, নাংলা, আদ্রা সহ আরো বেশ কয়েকটি এলাকায় কুল বাগান তেরির হিড়িক পড়েছে। এ সব এলাকার কুল চাষিরা জানন,এবার মৌসুমে কুল বিক্রি করে অনেকেই লক্ষ্যাধিক আয় করেছে। সরকারের এ সফল উদ্যোগ বাস্তবায়ন হলে গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে

জামালপুরে কুল চাষ বাড়ছে প্রতি মৌসুমে বানিজ্য হবে কোটি টাকা 

আপডেট টাইম : ০৬:৫৮:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

যতই দিন যাচ্ছে কুল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প পুঁজি লোকসানের ঝুঁকি কম থাকায় কুল চাষে আগ্রহ ব্যপক আকারে বেড়েছে। কুল চাষ কে জনপ্রিয় করার লক্ষ্যে সরকার কৃষিবিভাগের মাধ্যমে কুল চাষ প্রকল্প হাতে নেয়। ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অনেকেই কুল বাগান তৈরি করে সাফল্য পেয়েছে। কৃষি বিভাগের আশা সরকারের এ প্রকল্প বাস্তবায়ন হলে কৃষক মহলে কোটি টাকার বানিজ্য হবে।
জানা যায়,আওয়ামীলীগ সরকারের সফল কার্যক্রম কৃষি বিভাগ জামালপুর সদর উপজেলায় ব্যপক ভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে শ্রীপুর,বাশচড়া,সাহাবজপুর,নরুন্দি,নান্দিনা,পিয়ারপুর,তুলসীরপুর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কুল চাষের আওতায় আনা হয়েছে। এ সব এলাকায় বাড়ীর আঙ্গিনা থেকে ফসলি জমিতে কুল বাগান তৈরির লক্ষ্যে উন্নতাতের কুলের কলমের চারা বিতরন করা হবে। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় বিতরন করা হয়েছে। ১ থেকে ২শত বাগান তৈরি করে বেশ কয়েকজন কুলচাষি ব্যপক সাফল্য পেয়েছে। অনেকেই কুল বিক্রি করে স্ববলম্বি হয়েছে।
এ দিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার্য় কৃষি বিভাগের কুলচাষ প্রকল্প ব্যপক গতিতে এগিয়ে চলছে। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, মহদান, ভাটারা, কামরাবদ, পোগলদিঘ, সাতপোয়া, নাংলা, আদ্রা সহ আরো বেশ কয়েকটি এলাকায় কুল বাগান তেরির হিড়িক পড়েছে। এ সব এলাকার কুল চাষিরা জানন,এবার মৌসুমে কুল বিক্রি করে অনেকেই লক্ষ্যাধিক আয় করেছে। সরকারের এ সফল উদ্যোগ বাস্তবায়ন হলে গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে।