কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার
- আপডেট টাইম : ০৫:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ১৩২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ১ নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের নাওলা গ্রামের উত্তর সানাইদার পাড়া এলাকায় (১৭ মে) শুক্রবার দুপুরে এক নারী মাদক ব্যবসায়ী ঐ গ্রামের মৃত সাইদুল মিয়ার স্ত্রী রোজিনা বেগম (৪৫) কে হেরোইন সহ গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
এ সময় মাদক কারবারি রোজিনা বেগমের কাছ থেকে মাদক কেনাবেচার জন্য ব্যবহৃত তার একটি বাটন মোবাইল ফোন ও হেরোইন উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা বেগম দীর্ঘদিন ধরে গার্মেন্টসে চাকরি করার আড়ালে মাদকের ব্যবসা করে আসছিলো। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে পলাশ হোসেন বলেন, মৃত সাইদুল মিয়ার স্ত্রী রোজিনা বেগম দীর্ঘদিন মাদক কেনাবেচা করতেছে। তিনি বিভিন্ন লোকের মাধ্যমে নিয়মিত সর্বনাশা মাদক হেরোইন বিক্রি করে আসছিলো বলে জানান।
এ বিষয়ে উপস্থিত লোকজনের কাছে জানতে চাইলে তন্মধ্যে সব্দুল মিয়া বলেন , (১৭ মে) শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হিরোইন সহ সাইদুল মিয়ার স্ত্রী রোজিনা বেগমকে গ্রেফতার করেন নাওলা উত্তর সানাইদারপাড়া এলাকার রাস্তার পাশে তার নিজ বাড়ি থেকে।
তিনি আরও বলেন, রোজিনা বেগম গত কয়েক মাস আগে টাঙ্গাইল ডিবি পুলিশের কাছে হেরোইন সহ গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন জেলহাজতে ছিলো বলে জেনেছি। সেখান থেকে জামিনে বেরিয়ে এসে তার নিজ বাড়িতে পুনরায় শুরু করেন মাদক ব্যবসা। এতে করে আমাদের নাওলা গ্রামের সানাই দার পাড়া এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।
এ বিষয়ে সোহাগ মিয়া বলেন, রোজিনা বেগমের কারণে আমরা অতিষ্ঠ এলাকাবাসী। বারবার রোজিনাকে মাদক বিক্রি করতে নিষেধ করলেও তারা মাদক বিক্রি বন্ধ করে না বরং মাদক কারবারি রোজিনা বেগম এলাকাবাসীকে হুংকার দিয়ে বলেন সকল কিছু মেনেজ করে মাদক ব্যবসা করি। আপনারা কে আমাকে বাধা দেয়ার? আমার ব্যবসায় বেচাকেনায় যদি আপনারা আবার বাধা দেয়ার চেষ্টা করেন, তাহলে আমি আপনাদের নামে থানায় ও গাজীপুর কোর্টে মামলা করব বলে এলাকার লোকজনের কে হুমকি দেয় মাদক কারবারি রোজিনা বেগম ।
এছাড়াও বিভিন্ন থানায় ও কোর্টে রোজিনা বেগমের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক আলমগীর রায়হান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা বেগমকে হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে । সে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে মাদক কেনাবেচা করে আসছিলো। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।