ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ১৪৮ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত আলোচনা সভাটি ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আজ ১৭ মে, ২০২৪, শুক্রবার বিকাল ৪ টায় শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর-সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত পিপি এডভোকেট মাহাবুবুল আলম খোকন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবব আলম। পৌর আওয়ামীএ এইচ মাহবুব আলম। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রোমুখ
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন। জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা।
জেলা ছাত্র লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সহ আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্তক উপস্থিত ছিলেন।