গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কৌচাকুড়ি মৌজাস্থিত- সি এস ও এস এ দাগ ৭২০ নং এবং আর এস দাগ ১২২৫ নং লাগে মোট জমি ৯৯ শতাংশ। যাহার এস এ খতিয়ান-২২৯ ও আর এস খতিয়ান-৩৫৬।
বিক্রয়ের প্রস্তাবিত জমির মালিকানার বিবরণ- কোকন চন্দ্র বর্মন এস এ রেকর্ডে মালিক হইয়া ভোগ দখলে থাকাবস্থায় তাহার নিকট হইতে ডাক্তার আবু হানিফ গং ২৭/০৭/১৯৭১ইং তারিখে রেজিস্ট্রিকৃত ২০নং একখানা বিনিময় দলিল মূলে মালিক হইয়া তাহাদের নিজ নিজ নামে আর এস রেকর্ডের মন্তব্যের কলামে নিজ নিজ নাম রেকর্ড ভূক্ত করাইয়া ভোগদখলে নিয়ত থাকাবস্থায় তাহাদের মধ্যে তিনজনের নিকট হইতে আব্দুল খালেক মিয়া ০২/১১/১৯৭৪ ইং তারিখে ৭৮৫৩ নং একখানা সাব-কবলা দলিল মূলে এস এ ৭২০ নং ও আর এস ১২২৫ নং দাগে মোট ০.৩৭৫০ (সাইত্রিশ শতাংশ পঞ্চাশ অযূতাংশ) মালিক হইয়া ভোগ থাকাবস্থায় মৃত্যুবরণ করিলে তাহার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে মালিক হন একমাত্র স্ত্রী ইয়াতন নেসা ও চার ছেলে (১) মোঃ ইব্রাহিম খলিল (২) আনিছ মিয়া (৩) ইউনুছ হোসেন (৪) মোঃ শাহফুল আলম এবং দুই মেয়ে (১) নূর ভানু (২) লালবানু বেগম। এমতাবস্থায় স্বামী ও পিতার ওয়ারিশ সূত্রে রেখে যাওয়া জমি তাহাদের নিজ নামে নামজারি ও জমাভাগ এর নথি নং-৪৪০৮/১৯-২০, তারিখ-১১/০৬/২০ইং করিয়া খাজনা পরিশোধ করেন, যাহার হাল জোত নং-১৬২৮৩।
এরপর ইয়াতন নেসা ১৩/০১/২০২১ইং তারিখে মৃত্যুবরণ করিলে তাহার মালিকানা সম্পত্তির মালিক হন চার ছেলে ও দুই মেয়ে।
জমির মালিকরা অভিযোগ করে বলেন, উল্লেখিত জমি বিক্রয়ের জন্য প্রস্তাব করিলে একাধিক আগ্রহী ক্রেতাদের উক্ত জমি দেখিয়ে আসার পর, আগ্রহী ক্রেতাগণ আবার এককভাবে জমি দেখতে গেলে জমির আশেপাশে থাকা কিছু অসাধু লোকজন ওইসব আগ্রহী ক্রেতাদের জমি কেনার পর ক্রেতা দখলে থাকতে পারবে না বলে ভয় ভীতি দেখায়। এতে করে জমির মালিকরা শারীরিক অসুস্থতার চিকিৎসার সুবিধা সহ তাদের বৈধ কাজে আর্থিক চাহিদা মেটাতে পারতেছে না। এতে তারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবী করেছেন।
জমির মালিকগণ আরও বলেন, আমাদের জমি আমরা বিক্রি করবো, পরবর্তী সময়ে যদি কেউ কোন প্রকার সমস্যা সৃষ্টি করেন তাহলে তাহাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।
প্রিন্ট