ইবিতে কর্মকর্তাদের শুদ্ধাচার বিষয়ক কর্মশালা আয়োজিত
- আপডেট টাইম : ০৫:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ৯০ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শুদ্ধাচারের ভুমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার ২০২৩-২০২৪ এর অংশ হিসাবে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শুদ্ধ্যাচারের ভুমিকা” এই স্লোগান নিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে । এ কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার ২০২৩-২০২৪ এর অংশ হিসাবে।
এসময় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অংশ হিসাবে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারঃ) এইচ. এম আলী হাসান। কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে এবং প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ”র ফোকাল পয়েন্ট কর্মকর্তা চন্দন কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান সহ এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের অর্ধশত কর্মকর্তা অংশগ্রহন করেন।