ইবিতে ভাষা শহীদদের স্মরণে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পুষ্পস্তবক অর্পণ
- আপডেট টাইম : ০৮:৩৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৩ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ কতৃক অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০:৩০ মিনিট থেকে উক্ত বিভাগের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন শহীদ মিনার প্রাঙ্গণে। তারপর ১২:০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, এর পরে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ কতৃক শহীদদের স্মরণে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন একই বিভাগের শিক্ষক, সহযোগী অধ্যাপক হাফিজুল ইসলাম ও ঐ বিভাগের শিক্ষার্থী রাজু, সজিব, অপি, মাসুদ, আব্দুল্লাহ সহ অর্ধশত শিক্ষার্থী ।
ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে ঐ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের অনুপ্রেরণারই উৎস নয়, আমাদের স্বাধীনতা পাওয়ার এক অঙ্গিকার। আমরা প্রতিবছর বিভাগ থেকে ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করে থাকি কিন্তু প্রকৃতপক্ষে মাতৃভাষা রক্ষায় শহীদ হওয়া প্রতিটা সালাম, বরকত আছে আমাদের প্রাণে।