সিএমপি সদরঘাট থানা পুলিশের অভিযানে বাসা হইতে চুরি হওয়া স্বর্ণালঙ্কার সহ গ্রিল কাটা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
- আপডেট টাইম : ০৫:০৫:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
- / ১১৬ ৫০০০.০ বার পাঠক
গত ২ জানুয়ারি ২৪ইং তাং সন্ধ্যা ৫.ঘটিকা হইতে ৩ জানুয়ারি ২৪ইং তাং সকাল বেলার মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা চট্টগ্রাম সদরঘাট থানাধীন নগরীর মোগলটুলী, কাটা বটগাছ তলা সামার ইয়াকুব টাওয়ারের ৩য় তলাস্থ বা দীর শ্বাশুড়ী হুরুন নাহার ইসলামের বাসার দরজার তালা কাটিয়া রাতে সঙ্গোপনে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বমোট (পনের লক্ষ সত্তর হাজার) টাকার মালামাল চুরি করিয়া নিয়া গিয়াছে মর্মে থানায় এজাহার দায়ের করে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় সদরঘাট থানার এসআই অর্ণব বড়ুয়া এর নেতৃত্বে এএসআই মোঃ মঞ্জুর হাসান, এএসআই মোঃ আতাউদ্দিন, এএসআই শম্ভু চন্দ্র নাথ, এএসআই মোঃ মনির হোসেন এর সহায়তায় অভিযান করে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সিএমপি’র ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড় এলাকা হইতে ঘটনার সহায়তাকারী মোঃ রিয়াজ প্রঃ আকাশ (২৪)’কে আটক করা হয়। আটক পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনায় জড়িত ২। মোঃ রাতুল (২০), ৩। মোঃ রাসেল (২০) ও ৪। মোঃ ইমরান প্রঃ এমরান (২০)’দের নাম ঠিকানা প্রকাশ করে। মোঃ রিয়াজ প্রঃ আকাশ (২৪) এর দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি’র ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেইট, আবুল হোসেন সওদাগর গলিস্থ ইমন ভিলা এর ৫ম তলার ৫১ ও ৫৪নং রুম হইতে ২। মোঃ রাতুল (২০), ৩। মোঃ রাসেল (২০) ও ৪। মোঃ ইমরান প্রঃ এমরান (২০) আটক করা হয়। উক্ত আসামীগণ মামলার ঘটনার সহিত সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীরা আরো জানায় যে, বাদীর বাসা হইতে চোরাই যাওয়া স্বর্ণলাংকার গুলো তাহাদের লিডার পলাতক আসামী মোঃ মেহেদী এর নেতৃত্বে চুরি করিয়া চোরাইকৃত স্বর্ণলাংকারগুলো মোঃ মেহেদীর বাড়ি নদীর ওপারে কর্ণফুলী থানা এলাকায় রেখে আসে। উক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত আসামী’দের সাথে নিয়ে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর বখতিয়ার সড়কস্থ মিজান বিল্ডিংয়ের পিছনে ইসমাইল এর কলোনী হইতে ধৃত আসামী মোঃ আইয়ুব (৪৫) (পলাতক আসামী মেহেদীর বাবা) এর বসত ঘরের ভিতর আলমারীর ড্রয়ার হইতে ধৃত আসামী আইয়ুব এর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১টি স্বর্ণের নেকলেস, ১টি স্বর্ণের লেকলেসের সুতা, ১টি লকেট সহ স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের দানা চেইন, ১টি স্বর্ণের আংটি, ১টি ভাংটি পাতি 22k চেইন ও গুড়া, যাহা সাদা কাগজে মোড়ানো ১টি প্লাষ্টিকের জিপারযুক্ত প্যাকেটের ভিতর ছিল। উদ্ধারকৃত স্বর্ণের সর্বমোট ওজন-৪ ভরি ১২ আনা ৩ রত্বি উদ্ধার পূর্বক অদ্য ২৪ জানুয়ারি ২৪ইং তাং বিধি মোতাবেক জব্দ করেন। অভিযান পরিচালনার সময় আসামী মোঃ মেহেদী কৌশলে পালিয়ে যায়। তাহাকে গ্রেফতার অভিযান অব্যহত আছে।
উক্ত বিষয়ে সদরঘাট থানার মামলা নং-১, তাং-৩/০১/ ২৪ইং, ধারা-৪৫৭/৩৮০ দঃ বিঃ -১৮৬০ রুজু করা হয়েছিল।