ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল
- আপডেট টাইম : ০৮:৩২:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ৯৯ ৫০০০.০ বার পাঠক
: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা মহিলা দল। পুলিশি বাধা উপেক্ষা করে একটি মিছিল বের করেন তারা।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা মহিলা দলের একটি বিক্ষোভ মিছিল শহরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। কেড়ে নেয়া হয় ব্যানার।
পরে দুপুরের দিকে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে পুলিশের বাধা উপেক্ষা করে একটি মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আমাদের বাজার পর্যন্ত গেলে আবারো পুলিশের বাধায় মিছিলটি ঘুরিয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হন। মিছিলের এক পর্যায়ে একজন নারী পুলিশ সদস্য রাস্তায় পড়ে গিয়ে আহত হন।
নিরাপত্তা জোরদারে বিএনপি’র দলীয় কার্যালয়সহ জেলা শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পরে বিএনপি’র নেত্রীরা দলীয় কার্যালয়ের সামনেই ঘন্টা ব্যাপী কর্মসুচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।