ঠাকুরগাঁও – ৩ এর সাবেক এমপি প্রতীক্ষার ২২ বছর পর পেল নৌকা প্রতীক
- আপডেট টাইম : ০৬:৪৬:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১১৩ ৫০০০.০ বার পাঠক
রানিশংকৈল ও পীরগঞ্জ এ দুই উপজেলা নিয়ে গঠিত
ঠাকুরগাঁও – ৩ আসন,
অষ্টম জাতীয় নির্বাচনের পর ,এবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ২২ বছর প্রতিক্ষার পর নৌকার মনোনয়ন পেলেন ইমদাদুল হক।
সম্প্রতি ২২ বছর আগে, অষ্টম জাতীয় সংসদ নির্বাচন : ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত হয়,এ সময়কালে ইমদাদুল হক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, নির্বাচনে হেরে যাবার পর থেকে এ আসনটি মহজোটে থাকা দল গুলোর হাতে চলে যায়।
এর পর,নবম জাতীয় নির্বাচন ২০০৮ সালে জাপা মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ মনোনায়ন পেয়ে এমপি নির্বাচিত হন,
দশম জাতীয় নির্বাচন ২০১৪ তে, জোট মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াশীন আলী এমপি নির্বাচিত হন,
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ তে, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম নির্বাচিত হন, তিন বছর ক্ষমতায় থাকার পারে, পদত্যাগ করেন।
এরপর উপ-নির্বাচনে, জাপা প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ নির্বাচিত হন।
বর্তমান প্রেক্ষাপটঃ
রোববার বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষণায় ঠাকুরগাঁও -৩ নৌকার মনোনয়ন নিশ্চিত হয়,দীর্ঘ ২২ বছর পর এ আসনটিতে নৌকার মনোনয়ন পেয়ে খুশিতে মেতেছে, আওয়ামী লীগ সামর্থিত নেতা কর্মী ও জন সাধারণ, উঠেছে আলোচনার গুঞ্জন-এবার হবে এই আসনের উন্নয়ন,
জনমত বিশ্লেষণে জানাগেছে, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে সারাদেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, নৌকা মনোনীত প্রার্থী না থাকায় তেমন উন্নয়ন হয়নি এ ঠাকুরগাঁও – ৩ আসনে, এবার সকলের আশা এবারে উন্নয়নের জোয়ারে ভাসবে এ আসন।