ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার ১৬ ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে জেলা পর্যায়ে গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক শংকর কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার এবং ইউএনডিপি’র প্রজেক্ট অ্যানালিস্ট সিলবা দি। এছাড়া প্রকল্পের জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনায় উঠে আসে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত ১০০ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে। এ সময় বিগত বছরের গ্রাম আদালতের কার্যক্রম, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা এবং চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, গ্রামীণ জনগণের মধ্যে আইনি সহায়তা সহজলভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে চেয়ারম্যান ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন প্রথম স্থান অর্জন করে। সম্মাননা গ্রহণ করেন ইউনিয়নের ৪ বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী।
প্রিন্ট