রাজধানীর আদাবরে সাবেক সেনা কর্মকর্তা মেজর মঞ্জুরুল কাদের (অবঃ)’র এর যায়গা সম্পত্তি দেখভাল করার দ্বায়ীত্বে থাকা কেয়ারটেকার ১০০ নং ওয়ার্ড (সাংগঠনিক) স্বেচ্ছাসেবক দেলের নেতা মিলনের উপর থানা বিএনপির বহিষ্কার পরবর্তী পূনঃবহাল নেতা মনোয়ার হাসান জীবনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও ১০লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে থানায় মামলা দায়েরের খবর পাওয়া গেছে।
আদাবর থানার এজাহার সূত্রে পাওয়া যায়,
গত কাল ১৫/০৯/২০২৫খ্রিঃ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় আদাবর থানাধীন শেখেরটেক রোড নং-০৩, বাসা নং-২২ মেজর (অবঃ) মঞ্জুর কাদের সাহেবের বিষয় সম্পত্তি দেখভালের দায়ীত্বে থাকা আদাবর থানার অন্তর্গত ১০০ নং (সাংগঠনিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মিলন (৩০) কে আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ১ নং আসামী মোঃ মনোয়ার হাসান জীবন (৫০) এর নেতৃত্বে ২ নং আসামী মোঃ সাগর (৩০) পিতা-অজ্ঞাত, সাং-শেখেরটেক, রোড নং-০২, সহ ৩। মোঃ আকবর (৫৫) পিতা-অজ্ঞাত, সাং-শেখেরটেক, রোড নং-০৩, ০৪। তালুকদার (৫০) পিতা-অজ্ঞাত, সর্ব থানা-আদাবর, ঢাকা সহ অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদীগন, মেজর (অবঃ) মঞ্জুর কাদের সাহেবের বাসায় সকল বিবাদীগন অবৈধ ভাবে অনধিকার প্রবেশ করিয়া ০১নং বিবাদীর নেতৃত্বে সকল বিবাদীগন মিলনের সহিত অহেতুক ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে সকল বিবাদীগন তার নিকট ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। এক পর্যায়ে তিনি বিবাদীদের চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীগন তাহাদের হাতে থাকা লাঠিসোটা দিয়া মিলনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী মারধর করিয়া তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ০২ নং বিবাদী তাহার হাতে থাকা ইট দিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া রক্তাক্ত জখম করে তখন তার ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া বিবাদীগনের হাত হইতে রক্ষা করে তাকে চিকিৎসার জন্য হাসপালে নিয়ে যায়। বিবাদীগন মারধরের পরে মামলার বাদীকে হুমকী দিয়া বলে যে, আমি যদি উক্ত বিষয় নিয়ে বেশী বাড়াবাড়ি করি তাহলে বিবাদীগন তাকে প্রাণে মারিয়া ফেলিবে এবং উপরোক্ত দ্বাবিকৃত চাঁদার টাকা না দিলে আমাকে পিস্তল দিয়ে গুলি করিবে মর্মে হুমকী দিয়া ঘটনাস্থল হইতে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মিলনকে আহত অবস্থায় উদ্ধার করিয়া প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে আদাবর থানায় হাজির হয়ে সুষ্ঠু বিচারের আশায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়ার কাছে জানতে চাইলে তিনি মামলার সত্যতা স্বীকার করেন এবং আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলমান বলেও জানান।
বিএনপি নেতা মনোয়ার হাসান জীবনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
প্রিন্ট