রামগতি চর বাদাম ইউনিয়ন এই ৯ নং ওয়ার্ড জোড়া খুন

- আপডেট টাইম : ০৬:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৫৭ ৫০০০.০ বার পাঠক
রামগতি চর বাদাম ইউনিয়ন এই ৯ নং ওয়ার্ড জোড়া খুন আজ ১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকার সময় চর বাদাম ৯ নং ওয়ার্ড এ আবুল বাসার এর বাড়িতে জোড়া খুন এর ঘটনা ঘটে,
এ সূত্রে জানা যায় যে ২০১৮ সালে পারিবারিক বাবে তাহাদের বিবাহ হয়, কিন্তু তাহাদের বিবাহ পর থেকে জানা যায় যে সে বিভিন্ন মদ গাজা জুয়া সাথে জড়িত এই বিষয়ে একাধিকবার সালিশ ব্যবস্থা হইল তাহার কোন কুল কিনারা হয়নি পাঁচ বছরের সংসার জীবনে তাহাদের কুল জুড়ে একটি ছেলে সন্তান রয়েছে যাহার বয়স তিন বছর গত দুই মাস আগে স্ত্রী স্বামীর কে খারাপ পথ থেকে ফিরেতে পারে না বিধায় ডিভোর্স দিয়ে দেন
আজ বুধবার ১৩ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকার সময় সুমন তাহার শশুর বাড়িতে আসলে তাহার স্ত্রী তাহাকে জানিয়ে দেন যে সুমনকে সে ডিভোর্স দিয়ে দিছে এই বিষয়ে বাত বাড়াবাড়ির এক পর্যায়ে সুমন তাহার স্ত্রীকে এলো পাথারি কুপিয়ে হত্যা করে এবং তাহার বাবা আবুল বাশার শোর শিকার শুনে মেয়ের ঘরে গেলে তাহাকে ও হত্যা করে এবং মেয়ের মা চিৎকার শুনে গেলে তাহাকেও এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা বর্তমানে মেয়ের মা আঙ্গুরী বেগম নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা এবং রামগতি থানার সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম ও রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন যে সন্ধ্যার পরে আমাদের কাছে একটি টেলিফোন আসে চর বাদাম ৯ নং ওয়ার্ড এর আবুল বাশার এর বাড়িতে জোড়া খুন হয় এই বিষয়ে আমার উদ্য তম কর্মকর্তাদেরকে অবগত করলে তাহারা সহ ঘটনাস্থলে পৌঁছায় এই বিষয়ে আশেপাশে খোঁজখবর নিয়ে জানা যায় যে রাশেদের স্বামী সুমন রাশেদার বাবা ও রাশেদা কে কুপিয়ে হত্যা করে এবং রাশেদার মাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে আসামি সুমনকে ধরার জন্য সব ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি অতি দ্রুত তাহাকে গ্রেফতার করতে সক্ষম হব