মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন ভুক্তভোগীর মেয়ে মাহমুদা বেগম (৩০)।
এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। পূর্বের বিরোধের জেরে আসামিরা ধারালো দা ও ছেনি নিয়ে দলবদ্ধ হয়ে ভুক্তভোগীর ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন ভুক্তভোগী। স্থানীয়রা তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় আহতের মেয়ে মাহমুদা বেগম ৯ সেপ্টেম্বর লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে—দিপু (১৯), অপু (৩১), বাহার ভেন্ডার (৬২) ও আলোচিত তুষার ভেন্ডার (৩৫) সহ শিশির ভেন্ডার (৩০)-কে।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা শুধু হত্যাচেষ্টা চালাননি, বরং ভুক্তভোগীর কাছে থাকা ৭০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসামীপক্ষের সবাই ভুক্তভোগীর ভাই ও ভাতিজা। হামলার পর অভিযুক্তদের একজন থানায় আত্মসমর্পণও করেছেন।
প্রিন্ট