অদ্য ১৩/০৯/২০২৫ খ্রি. তারিখ জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন জাহাজভাঙ্গা খাল এলাকায় পাঁয়ে হেঁটে টহল প্রদানকালে আনুমানিক ২০০ ফুট হরিণ শিকারের মালা ফাঁদ ও কয়েকটি হাঁটা ফাঁস ফাঁদ উদ্ধার করা হয়। টহলকালে অংশগ্রহণ করেন জোংড়া টহল ফাঁড়ির স্টাফগণ। অভিযানে অংশগ্রহণকারী সকলকে আনতরিকভাবে ধন্যবাদ।
প্রিন্ট