মগরাহাট পশ্চিমে যুব শক্তি র জয়, পঞ্চায়েত সমিতি র সভাধিপতি হলেন সব্যসাচী গায়েন ও সহসভাপতি হাজি মোবারক মোল্লা
- আপডেট টাইম : ০২:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ২৩৮ ৫০০০.০ বার পাঠক
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ১,নাম্বার, ব্লক পঞ্চায়েত সমিতি র সভাধিপতি হলেন সাবেক মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সভাধিপতি শ্রী সব্যসাচী গায়েন ও সহসভাপতি হাজি মোবারক মোল্লা। এরা বর্তমান মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের লড়াকু সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল এর ঘনিষ্ঠ। এদিন ঠিক বেলা বারোটা র সময় ব্লক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর নির্বাচনের মাধ্যমে সভাধিপতি ও সহসভাপতি হবার কথা ছিল। কিন্তু সভাধিপতি ও সহসভাপতি নির্বাচন একটু দেরিতে শুরু হয়। প্রথমে সভাধিপতি নির্বাচিত হন তৃনমূল দলের নেতা শ্রী সব্যসাচী গায়েন । তিনি বর্তমান মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র সহযোগিদের ২৭-৬, ভোটের মাধ্যমে হারিয়ে সভাধিপতি নির্বাচিত হন। এবং পরে গোল বাধে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সহসভাপতি হবার জন্য। এখানে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও বর্তমান বিধায়ক এবং পশ্চিম বাংলা র সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তর এর মন্রী গিয়াসউদ্দিন মোল্লা র অনুগামী সাবেক জেলা পরিষদ সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার কে সমর্থন করেন। এবং সঙ্গীতা হালদার ৩০-৩, ভোটের মাধ্যমে হেরে যান। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজি মোবারক মোল্লা র কাছে পরাজিত হন। এবং মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা র ঘনিষ্ঠ হাজি মোবারক মোল্লা র কাছে হার মানতে রাজি হন নি শ্রীমতী সঙ্গীতা হালদার। তা নিয়ে দন্দ্ব শুরু হয়। শেষে ডায়মন্ডহারবার মহাকুমা র পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে র নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনার স্থলে ছুটে আসেন। এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা কে বৈঠক করেন এবং শেষে মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সহসভাপতি হাজি মোবারক মোল্লা কে জয়ী বলে ঘোষণা করেন উস্তি বি ডি ও। তার পরে হাজার হাজার তৃনমূল দলের নেতা ও কর্মীরা সবুজ রঙের আবির মাখতে থাকে। এই মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড র সভাধিপতি ও সহসভাপতি নির্বাচনে জয়ী হয় মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা। আজকের এই ব্লক উন্নয়ন বোর্ড র সভাধিপতি ও সহসভাপতি নির্বাচনে উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতশত নেতা ও কর্মীরা। আজকের এই ব্লক উন্নয়ন বোর্ড র পরিচালনা কমিটির চেয়ারম্যান নির্বাচনের দায়িত্ব পালন করেন তৃনমূল দলের নেতা কাজী ইমতিয়াজ ওরফে টকি এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও উস্তি অঞ্চলের তৃনমূল দলের সভাপতি সাগির হোসেন ভোলা তৃনমূল দলের নেতা ও পঞ্চায়েত সমিতি র সদস্য তৌফিক মোল্লা ও নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং মগরাহাট পশ্চিমের হরিহর পুর অঞ্চলের প্রধান রাই লস্কর এবং উস্তি অঞ্চলের উপপ্রধান আইনজীবী মিকাইল মোল্লা ও উত্তর কুসুম অঞ্চল এর সাবেক প্রধান কুতুবউদ্দিন লস্কর সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্লক ও অঞ্চল তৃনমূল দলের নেতৃত্ব।।