বিনা বাধায় মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের দখল নিল তৃনমূল দল
- আপডেট টাইম : ১০:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ২১৩ ৫০০০.০ বার পাঠক
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল উস্তি গ্রাম পঞ্চায়েত। এবারের নির্বাচনে একক ভাবে গরিষ্ঠ পায় তৃনমূল দল। এবং এই অঞ্চলের কে ক্ষমতা দখল করবে তা নিয়ে গড়ায় থেকে শুরু হয় চাপান উত্তর। শেষে দেখা যায় যে এই অঞ্চলের দখল নিয়ে মরিয়া চেষ্টা চালায় বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র অনুগামীরা এবং বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক এর বিরোধী অনুগামীদের মধ্যে লড়াই। কিন্তু শেষ হাসি হাসলেন মগরাহাট পশ্চিমের বর্তমানে তৃনমূল দলের নেতা মানবেন্দ্র মন্ডল ও সব্যসাচী গায়েন এর সমর্থন কারীরা। অবশেষে আজ যখন মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত কার দখলে যাবে তা নিয়ে চাপান উত্তর চলছে । ঠিক সেই সময় হিসাব করে এগিয়ে যায় মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা মানবেন্দ্র মন্ডল ও যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা র অনুগামীরা। এবং এই গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নেয় তৃনমূল দলের মানবেন্দ্র মন্ডল এর অনুগামীরা। এবং বর্তমান মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি দলের সভাপতি তৌফিক মোল্লা ওরফে বাচ্চু মোল্লা র সাথে নিয়ে উস্তি অঞ্চলের বোর্ড দখল করে নেয় তৃনমূল সদস্যরা। এবং এই অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পান শ্রীমতী জোৎস্না হাজরা এবং উপপ্রধান হন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও আইনজীবী মিকাইল মোল্লা। সকলেই তৃনমূল দলের পক্ষ থেকে অভিনন্দন জানান মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা মানবেন্দ্র মন্ডল ও সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা।।