সব ঠিক থাকলে আগামী কাল দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কুসুম অঞ্চল এর প্রধান গঠন করবে ভারতের জাতীয় কংগ্রেস
- আপডেট টাইম : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ২৩১ ৫০০০.০ বার পাঠক
এ যেন স্রোতের বিপরীতে গিয়ে বাজিমাৎ করতে চলেছে পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল এর প্রধান গঠন করা নিয়ে। এখনে এই বছর পঞ্চায়েত নির্বাচনে মগরাহাট পশ্চিমের মোট ১১,টি, অঞ্চল এর মধ্যে দশটি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃনমূল দল। কিন্তু ব্যাতিক্রম মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম। এই অঞ্চলে এবার পঞ্চায়েত নির্বাচনে মোট আসন হল ২৯,টি। তার মধ্যে তৃনমূল দলের দখলে চলে যায় ১২,টি, আসন। এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে যায় ১১,টি, আসন। এবং আই এস এফ এর পক্ষে যায় ৪,টি, আসন। এবং সি আই এম ১,টি, এবং নিরদল ১,টি, আসন পায়। জমে যায় খেলা শুরু। ভোট গননার পর দিন ভারতের জাতীয় কংগ্রেসের উস্তি ব্লক কমিটির সভাপতি প্রায়ত ভারতের জাতীয় কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতা ও সাবেক বিধায়ক আবুল বাশার এর ভাই সামশুল হুদা লস্কর এর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেসের ১১,জন, ও চারজন আই এস এফ এবং একজন সি পি আই এম ও একজন নিরদল সদস্য নিয়ে চলে যায় তৃনমূল দল কে বুড়ো আঙ্গুল দেখিয়ে। তার পর থেকে শুরু হয় কে হবে উত্তর কুসুম অঞ্চল এর প্রধান। কারণ তৃনমূল দলের ১২,জন, সদস্য র মধ্যে মিল না থাকার কারণে সহজেই উত্তর কুসুম অঞ্চল এর দখল নিতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক ব্লক সভাপতি ও প্রায়ত ভারতের জাতীয় কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জননেতা আবুল বাশার লস্কর এর স্ত্রী মাসকিনা মমতাজ বেগম। তবে তার বোর্ড দখল করতে গিয়ে সমস্যা যাতে না হয় তার জন্য আগাম হাইকোর্টে রিট আবেদন করেন এবং হাইকোর্টে র বিচারপতি যাতে শান্তি তে বোর্ড গঠন করতে পারে তার জন্য ডায়মন্ডহারবার মহাকুমা র পুলিশ প্রধান কে নির্দেশ দেন। সবকিছু ঠিক থাকলে আগামী কাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল ভারতের জাতীয় কংগ্রেসের দখলে চলে যাবে। যা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ও পশ্চিম বাংলা র মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন হিসেবে থাকবে।।