দুর্নীতি’র শীর্ষে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, রুপসা, খুলনা, বাংলাদেশ
- আপডেট টাইম : ১১:১৩:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৮৪ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – বাংলাদেশের খুলনা জেলার – রুপসা উপজেলায় অবস্হিত – উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, রুপসা – বাংলাদেশের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স গুলোর মধ্য সবচেয়ে বেশি দুর্নীতি গ্রস্ত। উক্ত স্বাস্হ্য কমপ্লেক্সের – কার্যক্রম সমন্ধে রোগীরা জানান – উক্ত উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের – স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা – ড. শেখ সফিকুল ইসলামের দুর্নীতি’র কারনে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে রুপসার আজ করুন অবস্হা। আসন – ৫০ শষ্যা থেকে ১০০ শষ্যায় উন্নতিকরন হয়’নি এখনো – অ্যাপেন্ডিআইটিস, হার্নিয়া, সিজার সহ বিভিন্ন মেজর অপারেশন – এখানে ঠিক ভাবে করা হয় না, সাপে কাটা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় না, কাঁটা রোগীদের ড্রেসিং সহ চিকিৎসা করা হয় না, মশারি ধোয়া হয় না – এতে রোগ জীবাণু ছড়ায় – হাসপাতালে, পর্যাপ্ত ঔষধ নেই – রোগীরা ঔষধ বাইরের থেকে কিনে আনে, যা – রোগীদের জন্য ভোগান্তি। হাসপাতালে রোগী বিক্রির কাহিনী এখানে হয়। উক্ত দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তা ও
তাঁর সহযোগীদের আইনের আওতায় এনে সাজাপ্রদান করে – উক্ত উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের স্বাভাবিক অবস্হা ফিরিয়ে এনে – রোগীদের সেবা দেয়ার অনুরোধ জানান – খুলনার সুশীল সমাজ।