কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলায় গাছের চারা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে২জন খুন

- আপডেট টাইম : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৭৬ ১৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছের চারা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের মা ও দুই ভাই। ঘটনার পরপরই দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, আজ সকাল সাড়ে ৬টায় বাড়ির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে উপজেলার কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদ আল হাসান আলমগীর (২৫) ও নাদিরা (২৩) হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের শামছুল ইসলামের সন্তান।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে কুড়িমারা গ্রামের কাদির মিয়া বাড়ির সীমানায় চারটি গাছের চারা লাগান। এ নিয়ে তার ভাই শামছুল ইসলামের সঙ্গে বাগবিতন্ডা হয়। এর জেরে আজ সকালে কাদির মিয়া তার ছেলেদের নিয়ে ভাইয়ের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে আলমগীর প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন কলেজ শিক্ষার্থী নাদিরাসহ তার মা ও দুই ভাই। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে নাদিরার মৃত্যু হয়। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।