ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
কুরবানি ঈদে ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মজীবীরা ঝুঁকিতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ গ্যাস সংকটে দেশের টেক্সটাইল ও গার্মেন্ট খাত ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া এবার কাশ্মীরের সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে পাবনায় এডভোকেট মাসুদ খন্দকারের ওপর হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল আজমিরীগঞ্জে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হবে আজমিরীগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ১৩ ঘন্টা অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুক,১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গানসহ ১টি মাইক্রোবাসে থাকা ০২ জন আসামী গ্রেফতার।

পুলিশের ধাওয়া ভেবে জুয়ার আসর থেকে দৌড়, যুবকের মৃত্যু

মোঃলায়ন ইসলাম রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতি‌নি‌ধি
  • আপডেট টাইম : ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / ১২৬ ১৫০০০.০ বার পাঠক

: ঠাকুরগাঁও সদর উপজেলার পুলিশ আস‌ছে ভে‌বে জুয়ার আসর থেকে পালানোর সময় পার‌ভেজ চৌধুরী (৪৫) নামের এক যুবকের

মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার আখানগর ইউ‌নিয়‌নের ফেলানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পার‌ভেজ চৌধুরী ওই ইউ‌নিয়নের কা‌লিবাড়ী ম‌হিষপুর গ্রামের মৃত তজু চৌধুরী ছে‌লে।
স্থানীয় গ্রাম পুলিশ আঃ হানিফ বলেন গতকাল রাতে রুহিয়া থানার একটি পুলিশ টিম জুয়ার আসরে ধাওয়া দিলে সকল জুয়ারু পালিয়ে যায়। তবে পরের দিন ( আজ) সকালে খবর পাই পারভেজ চৌধুরীর লাশ পরে আছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফেলানপুর গ্রামের এক‌টি কৃ‌ষি মাঠে জুয়ার আসর বসায় একদল ব্যক্তি। রাত ২টা ৩০‌মি‌নি‌টে ওই জুয়ার আস‌রে টর্চ লাই‌টের আ‌লো পড়‌লে পুলিশ ভেবে দিক বেদিক দৌড়ে পালায় ওই আসরে থাকা ব‌্যক্তিরা। এ সময় দৌড়ে পালানোর সময় পার‌ভেজ চৌধুরী নামের ওই ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যান। এ‌তে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়। আজ দুপু‌রে স্থানীয় কৃষকরা জ‌মি‌তে হাল চাষ কর‌তে গি‌য়ে তার মর‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয়।
পরে পু‌লিশ এ‌সে মর‌দেহ সুরতহাল রি‌পোর্ট তৈ‌রি ক‌রে।

স্থানীয় ইউ‌পি চেয়ারম‌্যান রোমান বাদশা ব‌লেন,নিহত পার‌ভে‌জের হা‌র্টে আ‌গে থে‌কে রিং পরা‌নো ছি‌লো। পালিয়ে যাওয়ার সময় হয়তো হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে তার মৃত‌্যু হ‌তে পা‌রে।

রু‌হিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)সো‌হেল রানা ব‌লেন,রা‌তে ওই এলাকায় পু‌লিশ যায়‌নি।
ত‌বে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পু‌লিশ আস‌ছে ভে‌বে ‌দৌ‌ড়ে পালা‌তে গি‌য়ে হৃদরো‌গে আক্রান্ত হ‌য়ে তার মৃত‌্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের ধাওয়া ভেবে জুয়ার আসর থেকে দৌড়, যুবকের মৃত্যু

আপডেট টাইম : ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

: ঠাকুরগাঁও সদর উপজেলার পুলিশ আস‌ছে ভে‌বে জুয়ার আসর থেকে পালানোর সময় পার‌ভেজ চৌধুরী (৪৫) নামের এক যুবকের

মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার আখানগর ইউ‌নিয়‌নের ফেলানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পার‌ভেজ চৌধুরী ওই ইউ‌নিয়নের কা‌লিবাড়ী ম‌হিষপুর গ্রামের মৃত তজু চৌধুরী ছে‌লে।
স্থানীয় গ্রাম পুলিশ আঃ হানিফ বলেন গতকাল রাতে রুহিয়া থানার একটি পুলিশ টিম জুয়ার আসরে ধাওয়া দিলে সকল জুয়ারু পালিয়ে যায়। তবে পরের দিন ( আজ) সকালে খবর পাই পারভেজ চৌধুরীর লাশ পরে আছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফেলানপুর গ্রামের এক‌টি কৃ‌ষি মাঠে জুয়ার আসর বসায় একদল ব্যক্তি। রাত ২টা ৩০‌মি‌নি‌টে ওই জুয়ার আস‌রে টর্চ লাই‌টের আ‌লো পড়‌লে পুলিশ ভেবে দিক বেদিক দৌড়ে পালায় ওই আসরে থাকা ব‌্যক্তিরা। এ সময় দৌড়ে পালানোর সময় পার‌ভেজ চৌধুরী নামের ওই ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যান। এ‌তে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়। আজ দুপু‌রে স্থানীয় কৃষকরা জ‌মি‌তে হাল চাষ কর‌তে গি‌য়ে তার মর‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয়।
পরে পু‌লিশ এ‌সে মর‌দেহ সুরতহাল রি‌পোর্ট তৈ‌রি ক‌রে।

স্থানীয় ইউ‌পি চেয়ারম‌্যান রোমান বাদশা ব‌লেন,নিহত পার‌ভে‌জের হা‌র্টে আ‌গে থে‌কে রিং পরা‌নো ছি‌লো। পালিয়ে যাওয়ার সময় হয়তো হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে তার মৃত‌্যু হ‌তে পা‌রে।

রু‌হিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)সো‌হেল রানা ব‌লেন,রা‌তে ওই এলাকায় পু‌লিশ যায়‌নি।
ত‌বে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পু‌লিশ আস‌ছে ভে‌বে ‌দৌ‌ড়ে পালা‌তে গি‌য়ে হৃদরো‌গে আক্রান্ত হ‌য়ে তার মৃত‌্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।