আজমিরীগঞ্জে পল্লী চিকিৎসক সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
- আপডেট টাইম : ০৫:০৮:০৫ অপরাহ্ণ, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৩৮ ৫০০০.০ বার পাঠক
উপজেলা পর্যায়ে পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজমিরীগঞ্জে রিফ্রেসার্স প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ৬ জুন মঙ্গলবার দুপুর ২টায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যান সমিতির আয়োজনে
এতে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যান সমিতি আজমিরীগঞ্জ শাখার সভাপতি পল্লী চিকিৎসক মোঃ সোহেল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যান সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল আমিন। সভাপতির বক্তব্যে ডাঃ ইকবাল হোসেন প্রশিক্ষনার্তীদের উদ্দেশ্য বলেন, আপনারা সনদ পেয়ে এমন কোন চিকিৎসা করবেন না যা জনগণের ক্ষতির কারণ হয়, আপনারা ক্রিটিকাল চিকিৎসাগুলো না করে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বা রেজিস্ট্রার চিকিৎসা কেন্দ্রে রেফার করবেন। মনে রাখবেন রেফার করাও একটা চিকিৎসা সেবা। অনুষ্ঠানে প্রশিক্ষন করা এমন প্রায় ৬০ জনের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলম মিয়া, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, বাহাদুর মিয়া,
রঞ্জিত বৈষ্ণব, জয়ন্ত সরকার, মইনুল চৌধুরী, সুরঞ্জিত দাস, অধীর চন্দ্র সরকার, চন্দ্র সেন হালদার, নিরঞ্জন চন্দ্র দাস, সুধাংসু সুত্র ধর, গোপাল দাস, জায়েদুর রহমান, দিদার মিয়া, বিবেকানন্দ দলদাস, নীলেন্দু শেখর সরকার, সায়েম , চন্দ্র লাল দাস, নবীন চন্দ্র বৈষ্ণব, শৈলেশ দাস, অপুর্ব দাস, হরীলাল,ইসমাইল, প্রবুদ চন্দ্র বৈষ্ণব, সুনিত কুমার দাশ, জহর লাল দাস, দেবাশীষ দাস, জিল্লুর রহমান, হৃদয় মোদক, দিপেশ দাস, শৈলেন্দ্র চক্রবর্তী, পিসি বিশ্বজিৎ চক্রবর্তী, কৃষ্ণ পদ দাস, অসিত রায়, গিরেন্দ্র বৈষ্ণব, হাফিজ উদ্দিন, নুরজামান মিয়া, মন্ত দাস প্রমুখ।