সাপ্তাহিক নবীনগরের পক্ষ থেকে গুণীজন সম্মাননা পদক-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৬:২০:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৩৪ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক নবীনগর পত্রিকার পক্ষ থেকে ১৩টি বিভাগে ২৯জন গুনী ব্যাক্তিকে গুণীজন সম্মাননা পদক-২৩ প্রদান করা হয়।
প্রজন্ম তিতাস ও মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর সহায়তায় শুক্রবার (২ জুন) সন্ধ্যায় আয়েশা আমজাদ টাওয়ার মিলনায়তনে এ গুণিজন সম্মাননা প্রদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সম্মাননা পদক প্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধ-বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা শাহাজুল আলম(মরণোত্তর), সমাজসেবা-মোশারফ হোসেন মদন মিযা, সাধন চন্দ্র দেব(মরনোত্তর), চিকিৎসা-ডা.আমজাদ হোসেন, ডাঃ শান্তি রঞ্জন সাহা(মরণোত্তর), শিক্ষা-শ্যামা প্রসাদ ভুট্রাচার্য়, বিমল কান্তি গুহ, তাজুল ইসলাম, সাহিত্য-দিলদার বেগম রোকেয়া(মরণোত্তর), সরকার জাহানারা ফরিদ, জোবায়ের আহাম্মদ মোমেন, ক্রীড়া-আবদুল আহাদ, শিতাংশু বিকাশ পাল(মরণোত্তর), সংবাদ পত্র প্রসার-লোকমান হেকিম চৌধুরী, লোকজ সংস্কৃতি-বিপিন পাল(মরণোত্তর), দীন মোহাম্মদ, কন্ঠ সঙ্গীত-হাসান আলী খান, হেলাল উদ্দিন ভূুইয়া(মরণোত্তর), চন্দন আচার্য, যন্ত্রসঙ্গীত-আদ্র কান্তি তাথৈ, নাটক-নকুল চন্দ, মোখলেছুর রহমান(মরণোত্তর), আবদুল ওয়াদুদ, সাংবাদিকতা-মোহাম্মদ আরজু, আবু কামাল খন্দকার, সংগঠক-শংকরী দত্ত, সংগঠন-বিদুৎ সংঘ, মনন। ডাক্তার আহম্মেদ হোসেন ফুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। অনুষ্ঠানে সাপ্তাহিক নবীনগরের প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা আ’লীগ সেক্রেটারী জহির উদ্দিন চৌধুরী সাহান,শফিকুল ইসলাম, শংকরী দত্ত, নুরুল আলম কাউছার, কান্তি কুমার ভট্রাচার্য, শুক্লা রানী দেব, রিফাতুল হক, শরিফা রাজিয়া সাংবাদিক বৃন্দ প্রমূখ।