ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ Logo ঢাবি ভিসির সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময় Logo আসন পুনর্বিন্যাস বাতিলের দাবিতে উত্তাল মোংলা Logo উত্তরা ইপিজেডে পরিস্থিতি পুরো শান্ত চলছে স্বাভাবিক কর্মতৎপরতা বাম চক্রান্তে ফের অশান্তির শংকা Logo ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু Logo সাংবাদিক নির্যাতনের অভিযোগে কারাগারে থাকা সাবেক ডিসি সুলতানাকে হাইকোর্টের জামিন Logo মৌসুমী-ঋতুপর্ণাকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস Logo দৌলতদিয়ার ২টি ফেরি ঘাটে কচ্ছপের গতিতে যানবাহন পারাপার, ৭নং ফেরি ঘাট বন্ধ: ভোগান্তি চরমে Logo উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ, ফলের অপেক্ষা Logo কাঠমান্ডু থেকে হেলিকপ্টারে কোথায় যাচ্ছেন ওলি

৮ দলের এশিয়া কাপ শুরু আজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮ ১০.০০০ বার পড়া হয়েছে

পেহেলগাম-কাণ্ডের পর ক্রিকেটযুদ্ধে ভারত-পাকিস্তান প্রথম মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। দুবাইয়ে দুই চিরবৈরী পড়শির দ্বৈরথই এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচ। যে ম্যাচের দিকে তাকিয়ে থাকে গোটা ক্রিকেটবিশ্ব।

সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ প্রসঙ্গে প্রথমেই পাক-ভারত ম্যাচের কথা উল্লেখ করার কারণ রয়েছে। আট জাতির এ মহাদেশীয় টুর্নামেন্টের এটাই যে সবচেয়ে বড় ম্যাচ।

বিশ্বের যে কোনো প্রান্তে ভারত-পাকিস্তানের ক্রিকেট মাঠে মুখোমুখি হওয়া মানে, উত্তেজনার পারদ চরমে ওঠা। মরুর বুকে সেই উত্তেজনা রূপ নেয় মহাঝড়ে। মধ্যপ্রাচ্যের জনসংখ্যার এক বিরাট অংশ ভারত-পাকিস্তান থেকে আসা। তিন কাঠির খেলা চুম্বকের মতো টেনে আনে তাদের মাঠে। টুর্নামেন্টের প্রাইজমানি এবার তিন লাখ মার্কিন ডলার, যা গতবারের চেয়ে দেড় গুণ বেশি।

এদিকে এ নিয়ে ১৫তম বার এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই সংস্করণের এটি ১৭তম আসর। ২০১৬ থেকে এ ধারা চলে আসছে। আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।

আবুধাবিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) শুরু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। এশিয়া কাপে তিনবারের রানার্সআপ বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আবুধাবিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং।

গ্রুপপর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার ফোরে। সেখানেও চার দল পরস্পরের বিরুদ্ধে লড়বে। শীর্ষ দুই দল দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালে খেলবে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গত পরশু রাতে শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে শিরোপা জেতার পর পাকিস্তান অধিনায়ক সালমান আগা হুংকার দিয়েছেন ভারতকে।

বলেছেন, ‘এশিয়া কাপের জন্য আমরা প্রস্তুত।’ তার হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বোলিং লিজেন্ড ওয়াসিম আকরাম দুদলের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা বজায় রাখুন। সীমা লঙ্ঘন করবেন না।’

ভারত-পাকিস্তান শেষবার দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ফেব্রুয়ারিতে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ছয় উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ২০২৩ সালে কলম্বোর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

৮ দলের এশিয়া কাপ শুরু আজ

আপডেট সময় ১২:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

পেহেলগাম-কাণ্ডের পর ক্রিকেটযুদ্ধে ভারত-পাকিস্তান প্রথম মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। দুবাইয়ে দুই চিরবৈরী পড়শির দ্বৈরথই এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচ। যে ম্যাচের দিকে তাকিয়ে থাকে গোটা ক্রিকেটবিশ্ব।

সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ প্রসঙ্গে প্রথমেই পাক-ভারত ম্যাচের কথা উল্লেখ করার কারণ রয়েছে। আট জাতির এ মহাদেশীয় টুর্নামেন্টের এটাই যে সবচেয়ে বড় ম্যাচ।

বিশ্বের যে কোনো প্রান্তে ভারত-পাকিস্তানের ক্রিকেট মাঠে মুখোমুখি হওয়া মানে, উত্তেজনার পারদ চরমে ওঠা। মরুর বুকে সেই উত্তেজনা রূপ নেয় মহাঝড়ে। মধ্যপ্রাচ্যের জনসংখ্যার এক বিরাট অংশ ভারত-পাকিস্তান থেকে আসা। তিন কাঠির খেলা চুম্বকের মতো টেনে আনে তাদের মাঠে। টুর্নামেন্টের প্রাইজমানি এবার তিন লাখ মার্কিন ডলার, যা গতবারের চেয়ে দেড় গুণ বেশি।

এদিকে এ নিয়ে ১৫তম বার এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই সংস্করণের এটি ১৭তম আসর। ২০১৬ থেকে এ ধারা চলে আসছে। আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।

আবুধাবিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) শুরু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। এশিয়া কাপে তিনবারের রানার্সআপ বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আবুধাবিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং।

গ্রুপপর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার ফোরে। সেখানেও চার দল পরস্পরের বিরুদ্ধে লড়বে। শীর্ষ দুই দল দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালে খেলবে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গত পরশু রাতে শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে শিরোপা জেতার পর পাকিস্তান অধিনায়ক সালমান আগা হুংকার দিয়েছেন ভারতকে।

বলেছেন, ‘এশিয়া কাপের জন্য আমরা প্রস্তুত।’ তার হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বোলিং লিজেন্ড ওয়াসিম আকরাম দুদলের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘শৃঙ্খলা বজায় রাখুন। সীমা লঙ্ঘন করবেন না।’

ভারত-পাকিস্তান শেষবার দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ফেব্রুয়ারিতে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ছয় উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ২০২৩ সালে কলম্বোর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।


প্রিন্ট