অচেনা পথিক নামের ভুয়া ফেসবুক মেসেঞ্জার আইডি দিয়ে প্রতারণা করে ২০ লক্ষ টাকা

- আপডেট টাইম : ০৩:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ২২৫ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পার হরিণা গ্রামের মোঃ তমসের আলী ছেলে মোঃ ফরিদুল ইসলাম রংপুর পলিটেকনিকে লেখাপড়া করে ১০ মাস পূড়বে অচেনা পথিক নামে ফেসবুকে পরিচিত হয় জান্নাতুল নাহিমার সঙ্গে এবং মেসেঞ্জারে তাদের প্রতিনিয়ত কথা হয় একসময় গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ,জান্নাতুল নাহিমার জানায় সে একটি কৃষি প্রজেক্টে কাজ করে উক্ত প্রজেক্টে টাকা ইনভেস্ট করিলে ০৬(ছয়)মাস পরে আসল টাকাসহ ৪০% লাভ সহকারে পাওয়া যাবে। সরল মনে ভালোবাসার উপর বিশ্বাস করে ১৮,০০,০০০/-(আঠারো লক্ষ) টাকা বিভিন্ন সময় ও তারিখে উক্ত কৃষি প্রজেক্টে ইনভেস্ট করে পর্যায়ক্রমে ব্যবহৃত বিকাশ ও নগদে নাম্বারে প্রেরণ কর। পরবর্তীতে ০৬ (ছয়) মাস অবহিত হওয়ার পর ফরিদুল ইসলাম উক্ত ফেসবুক আইডিতে ও মেসেঞ্জারের মাধ্যমে ৪০% লাভাংশ সহকারে মুনাফা ফেরত চাহিলে উক্ত টাকা ফেরত না দিয়ে বলে আগামী তিন মাস পর প্রজেক্ট এর মেয়াদ শেষ হইবে এবং উক্ত প্রজেক্ট শেষ করতে হলে আরো টাকার প্রয়োজন আছে মর্মে পুনরায় আবারও ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা দাবি করেন পরবর্তীতে ফরিদুল ইসলাম বিকাশ ও নগদে আরো ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা পাঠাইয়া দেয়। ০৯ (নয়) মাস অবহিত হওয়ার পর লাভাংশ সহ মূলধন ফেরত চাহিলে একাধিক তারিখ দেয় এবং টাকা ফেরত দিতে তালবাহানা করে।
বিভিন্ন ধরনের তালবাহানা করা দেখে ফরিদুল ইসলামের পিতা মোঃ তমসের আলী ০৩/০৫/২০০২৩ ইং তারিখে নবাবগঞ্জ থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের উপর ভিত্তি করে শনিবার ২৭/০৫/২০২৩ ইং তারিখে সময় আনুমানিক রাত ৮:৪৫ মিনিটে আসামিগণকে দিনাজপুর সদর থানাধীন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বাশেঁরহাট বাজার থেকে গ্রেফতার করেন নবাবগঞ্জ থানার এস আই মোঃ মাহামুদুন্নবী ও তার সহকর্মী পুলিশ সদস্য। ১ নং আসামী শ্রী সুজন সরকার (২৩) পিতা: শ্রী গোপাল সরকার,গ্রাম: সাদুল্লা পাড়া, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।২ নং আসামি শ্রী ভগদীশ চন্দ্র রায় (৩০) পিতা-দয়াল চন্দ্র রায়, গ্রাম-মুজাহিদপুর (নান্দইড়), থানা-দিনাজপুর সদর, জেলা -দিনাজপুর।