ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন: মুরাদ কবির সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত কুরআনে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। দুধরচকী। পাকুন্দিয়া উপজেলার পাটুয়াবাঙ্গা দর্গাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের পথসভা ও গণসংযোগ জামালপুরে হাত পাখা শিল্পের প্রসার পুলিশ স্ত্রীর দাপটে বেপরোয়া জালাল উদ্দিন সাগর, সাইবার ট্রাইব্যুনালে মামলা মোংলায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজা সহ ১ আসামী গ্রেফতার সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

গাজীপুর জেলার শ্রীপুরে-অসহায়ের ভূমি-দখলের চেষ্টা বিচার পাচ্ছেন না ডিসির কাছে 

তথ্য মতে-বাংলাদেশের টাকশাল গাজীপুরে,যার কারনে গাজীপুরের ভূমির মূল্য একটু বেশি।সে সুযোগ কাজে লাগানোর জন্য-এক শ্রেনীর লোক সর্বদা নিয়োজিত থাকে-গাজীপুরের ভূমি কি করে-দখল করবে।কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-নতুন ভূমি আইন করেছে-কাগজ যার ভূমি তাঁর।যার প্রেক্ষিতে-গাজীপুরের-ভূমি নিয়ে সরেজমিনে তদন্ত করে-বেরিয়ে আসে গাজীপুরের শ্রীপুরের-এক ভূমি কর্তৃপক্ষের করুন কাহিনী।গত-১৩/০৫/২০২৩ইং-তারিখে-ছলিমা খাতুন নামের এক নারী-অন্যান্য দিনের মতো-তাঁর পরিবারের সদস্যদের নিয়ে-নিজ ভূমিতে বসবাস করতে ছিল,উক্ত দিনে-ভূমি দখলের চেষ্টায়-সন্ত্রাস বাহিনীর সদস্যা-মনির হোসেন,জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন ও তাঁদের সন্তান-আরাফাত ইসলাম সবুজ,নাজমা,নাইমা আক্তার,শাহিনুর আক্তার,হাফিজা আক্তার সহ অন্যান্য সন্ত্রাসীরা মিলে-ছলিমা খাতুনের ভূমির উপর দিয়ে-রাস্তা বানানোর নামে-ভূমি দখলের চেষ্টা করলে-তাঁদের উক্ত বিষয়ে জিজ্ঞেস করলে-তারা বলে-পুরনো রাস্তায় হবে না,নতুন রাস্তা তৈরি করতে হবে।যার কারনে ছলিমা ও তাঁর কন্যা ফেরদৌসী বেগম তাঁদের বাধা দিলে-ওরা ক্ষিপ্ত হয়ে ছলিমা,ফেরদৌসী ও নাবালিকা মেয়ে-উম্মে হাবিবা সহ আন্যান্য কয়েকজনকে-মারধর করে লোহা দিয়ে-শরীরের বিভিন্ন স্থানে ও ১৭,৫০০ টাকা দামের টাচ মোবাইল সেট আছাড় দিয়া ভাঙ্গিয়া ফেলে।পরবর্তীতে ট্রিপল নাইনে কল করিলে-পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।পালিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে-ভূমি দখলের জন্য,যার পরবর্তীতে-১৩/০৫/২০২৩ ইংরেজি তারিখে-ফেরদৌসী বেগম বাদী হয়ে-উক্ত দুষ্কৃতকারীদের নামে-গাজীপুরের শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন,এ ব্যাপারে-শ্রীপুর থানার থানার ওসি-আবুল ফজল মোঃ নাসিম,গণমাধ্যমকে বলেন-উক্ত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সাজা প্রদান করার ব্যবস্থা করছি আমি, একটি বিশেষ থানা পুলিশের টিম দ্বারা।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর জেলার শ্রীপুরে-অসহায়ের ভূমি-দখলের চেষ্টা বিচার পাচ্ছেন না ডিসির কাছে 

আপডেট টাইম : ০১:১১:০৭ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০২৩

তথ্য মতে-বাংলাদেশের টাকশাল গাজীপুরে,যার কারনে গাজীপুরের ভূমির মূল্য একটু বেশি।সে সুযোগ কাজে লাগানোর জন্য-এক শ্রেনীর লোক সর্বদা নিয়োজিত থাকে-গাজীপুরের ভূমি কি করে-দখল করবে।কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-নতুন ভূমি আইন করেছে-কাগজ যার ভূমি তাঁর।যার প্রেক্ষিতে-গাজীপুরের-ভূমি নিয়ে সরেজমিনে তদন্ত করে-বেরিয়ে আসে গাজীপুরের শ্রীপুরের-এক ভূমি কর্তৃপক্ষের করুন কাহিনী।গত-১৩/০৫/২০২৩ইং-তারিখে-ছলিমা খাতুন নামের এক নারী-অন্যান্য দিনের মতো-তাঁর পরিবারের সদস্যদের নিয়ে-নিজ ভূমিতে বসবাস করতে ছিল,উক্ত দিনে-ভূমি দখলের চেষ্টায়-সন্ত্রাস বাহিনীর সদস্যা-মনির হোসেন,জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন ও তাঁদের সন্তান-আরাফাত ইসলাম সবুজ,নাজমা,নাইমা আক্তার,শাহিনুর আক্তার,হাফিজা আক্তার সহ অন্যান্য সন্ত্রাসীরা মিলে-ছলিমা খাতুনের ভূমির উপর দিয়ে-রাস্তা বানানোর নামে-ভূমি দখলের চেষ্টা করলে-তাঁদের উক্ত বিষয়ে জিজ্ঞেস করলে-তারা বলে-পুরনো রাস্তায় হবে না,নতুন রাস্তা তৈরি করতে হবে।যার কারনে ছলিমা ও তাঁর কন্যা ফেরদৌসী বেগম তাঁদের বাধা দিলে-ওরা ক্ষিপ্ত হয়ে ছলিমা,ফেরদৌসী ও নাবালিকা মেয়ে-উম্মে হাবিবা সহ আন্যান্য কয়েকজনকে-মারধর করে লোহা দিয়ে-শরীরের বিভিন্ন স্থানে ও ১৭,৫০০ টাকা দামের টাচ মোবাইল সেট আছাড় দিয়া ভাঙ্গিয়া ফেলে।পরবর্তীতে ট্রিপল নাইনে কল করিলে-পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।পালিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে-ভূমি দখলের জন্য,যার পরবর্তীতে-১৩/০৫/২০২৩ ইংরেজি তারিখে-ফেরদৌসী বেগম বাদী হয়ে-উক্ত দুষ্কৃতকারীদের নামে-গাজীপুরের শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন,এ ব্যাপারে-শ্রীপুর থানার থানার ওসি-আবুল ফজল মোঃ নাসিম,গণমাধ্যমকে বলেন-উক্ত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সাজা প্রদান করার ব্যবস্থা করছি আমি, একটি বিশেষ থানা পুলিশের টিম দ্বারা।