গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে সাইজ উদ্দিন মোল্লা
- আপডেট টাইম : ০৫:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৭৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তৃতীয় বারের মত বিজয়ের দ্বারপ্রান্তে,দুই দুই বারের বিপুল ভোটে নির্বাচিত সফল কাউন্সিলর আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা।
ব্যাপক জনপ্রিয়তা নিয়ে টানা তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত হওয়ার লক্ষে মিষ্টিকুমড়া প্রতিক নিয়ে প্রচারপ্রচারনা করছেন,আগামী ২৫ শে মে জনগনের ভোটের মাধ্যমে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে ধারনা এলাকাবাসীর।
৩ নং ওয়ার্ড এর জনসাধারনে বলেন,৩ নং ওয়ার্ডে রিকশা অটোরিকশা মহেন্দ্র বা যে কোনো যানবাহন চলাচলে কারো চাঁদা দিতে হয় না,দালাল বাটপারের উপদ্রব নেই,চাঁদাবাজেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা,ভূমিদখলবাজদের খাওয়া নেই,সালিশ বিচারে পক্ষ পাতিত্ব নেই,বিধবা ভাতা,বয়স্ক ভাতা,মাতৃকালীন ভাতা,কন্যাদায়গ্রস্থ,বেকার যুবক,গৃহহীন মসজিদ মাদ্রাসা মন্দীর সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান এর প্রতি সজাগ দৃষ্টি রেখে মানব কল্যানে কাজ করে যাচ্ছেন ৩ নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা।
যার ফলশ্রুতি জনগন তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে ধারনা করলেন তার ভাই ইদ্রিস মোল্লা,ইদ্রিস মোল্লা বলেন জনগন এখন আর বোকা নেই,জনগন সবচেয়ে বেশি সচেতন,সঠিক প্রার্থী বিবেচনা করতে জনগন ভুল করবেন না,আমার ভাই সাইজ উদ্দিন মোল্লা কেমন লোক সেটা সবার জানা,দশটি বছর জনগনের সেবা দিয়েছে বিনিময় চাইনি দুইটি টাকা ঘুষ বাণিজ্য করেনি,তবে একশ্রেনীর কুচক্রীমহলেরা তিন নং ওয়ার্ড কে মাদকের কারখানা তৈরি করতে,পয়সার বিনিময়ে ভোট কিনতে যাচ্ছেন,মাতাল, চরিত্রহীন,গুন্ডা বাহিনীদ্বারা,সাধারন জনগনকে হুমকি ধামকি দিচ্ছেন,প্রিয় এলাকাবাসী অপশক্তির কাছে মাথা নত করবেন না,ভোট আপনার আমানত সঠিক প্রার্থী বিবেচনা করুন,পয়সার বিনিময়ে নীতি আদর্শের কুরবানী দিবেন না, ৩ নং ওয়ার্ড কে আঁধুনিকতায় সাজাতে আরেকটিবার সুযোগদিন, আপনার মুল্যবান ভোট টি মিষ্টিবকুমড়ায় প্রদান করুন,৩ নং ওয়ার্ড এর অসামাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আর একটিবার মিষ্টি কুড়ায় ভোট দিন,সেই সাথে সরকারের উন্নয়নের ধারা অব্যাহাত রাখতে নৌকা প্রতিকে ভোট দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন মিষ্টি কুমড়া তথা সাইজ উদ্দিন মোল্লার সাথে কারো কন্টেস্ট হবেনা,বিপুল ভোটে নির্বাচিত হবে সাইজ উদ্দিন মোল্লা,২৫ শে মে সারাদিন মিষ্টি কুমড়ায় ভোট দিন,সাইজ উদ্দিন এর মার্কা মিষ্টি কুমড়া মার্কা।