হোমনায় কয়েক দিনের ব্যবধানে অস্বাভাবিক ভাবে বেড়েছে পিয়াজের দাম
- আপডেট টাইম : ০১:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৮০ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় কয়েক দিনের ব্যবধানে অস্বাভাবিক ভাবে বেড়েছে পিয়াজর দাম।
ভারত থেকে পিয়াজ আমদানি বন্ধ ও বাজারের দেশি পিয়াজের সরবরাহ কম থাকার অজুহাতে ৩-৪ দিনের ব্যবধানে আবারো বেড়েছে পিয়াজের দাম। ৩-৪ দিন আগেও প্রতি কেজি পিয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকা থেকে ৮০টাকা কেজি দরে। ৪ দিনের দিনের ব্যবধানে প্রতি কেজি পিয়াজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পিয়াজ আমদানি না হলে সামনের দিনে আরও দাম বাড়তে পারে। বাজারে পিয়াজ ব্যবসায়ী গোলাম মোস্তফা জানান, ৩-৪ দিন আগেও তিনি প্রতি কেজি দেশি পিয়াজ বিক্রি করেছেন ৫০ থেকে ৫২ টাকা দরে, এখন তাকে বিক্রি করতে হচ্ছে ৭৫ টাকা কেজি, কারণ তাকে বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে দেশের পিয়াজের আরতগুলোতে প্রতিদিনই পিয়াজের দাম বাড়ছে, পিয়াজের ব্যবসা এখন চলে গেছে মজুতদারদের কাছে, সাধারণ কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে আর ব্যবসা নেই। ব্যবসায়ী ফজলুল রহমান জানান, দু’দিন আগে তিনি পাইকারি প্রতি কেজি পিয়াজ কিনেছিলেন ৫৫ টাকা কেজি। এখন তাকে সেই পিয়াজ কিনতে হচ্ছে ৬৮ টাকা কেজি দরে। বিক্রি করছেন ৭৩ থেকে ৭৫ টাকার। পিয়াজ কিনতে আশা আছিয়া বেগম জানান, তাদের মতো মানুষের এখন হতাশা ছাড়া করার কিছুই নাই। মানুষ বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন। তিনি সরকারের কাছে বাজার ব্যবস্থা মনিটরিং করার দাবি জানান।