ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
সমাবেশে গিয়ে টাকা না পেয়ে বাড়ি ঘেরাও, ৫ প্রতারক আটক অভিনব সিন্ডিকেট: সয়াবিন তেলের সঙ্গে চাল-ডাল কেনা বাধ্যতামূলক! সব ছাত্রসংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত ডেপুটি রেজিস্ট্রার হয়েও নার্সিং ইনস্টিটিউট ব্যবসা নিলুফার ইয়াসমিনের অভিযোগ তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তলব পুলিশ প্রশাসনের নীতিগত পরিবর্তন হলেও এসআই মিজানের অসাধু নীতির পরিবর্তন হয়নি ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক সমাবেশ কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতির অভিযোগে বরখাস্ত কঠিন সময়ে কীভাবে পাশে ছিলেন স্ত্রী, জানালেন কোহলি ইতালিতে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার তালিকায় নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৩:৩৯:১০ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • / ২০৭ ৫০০০.০ বার পাঠক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘সাক্ষাৎকালে তারা রাষ্ট্রীয় বিভিন্ন দিক ও

বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক তার কাতারের সফর বিষয় টি রাষ্ট্রপতিকে অভিহিত করেন।’ মহামান্য রাষ্ট্রপতি তার দুই মেয়াদে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী দুই মেয়াদে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি হামিদকে অভিনন্দন জানান।

পরবর্তীতে রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার ও মোনাজাতে অংশ নেন।

সেই সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন কাটানো মোঃ আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেন।
এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

আগামী ২৩ এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে। এর আগে তিনি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জিল্লুর রহমানের মৃত্যুর পর বেশ কিছুদিন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

আবদুল হামিদের মেয়াদ শেষে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মোঃ সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তিনি ছাড়া এই পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে ওই দিন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৩:৩৯:১০ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘সাক্ষাৎকালে তারা রাষ্ট্রীয় বিভিন্ন দিক ও

বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক তার কাতারের সফর বিষয় টি রাষ্ট্রপতিকে অভিহিত করেন।’ মহামান্য রাষ্ট্রপতি তার দুই মেয়াদে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী দুই মেয়াদে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি হামিদকে অভিনন্দন জানান।

পরবর্তীতে রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার ও মোনাজাতে অংশ নেন।

সেই সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন কাটানো মোঃ আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেন।
এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

আগামী ২৩ এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে। এর আগে তিনি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জিল্লুর রহমানের মৃত্যুর পর বেশ কিছুদিন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

আবদুল হামিদের মেয়াদ শেষে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মোঃ সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তিনি ছাড়া এই পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে ওই দিন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।