আজমিরীগঞ্জে রাস্তার মধ্যে খুটি, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে
- আপডেট টাইম : ০৫:৪০:২৫ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৩২৭ ৫০০০.০ বার পাঠক
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় আজমিরীগঞ্জ টু কাকাইলছেও সড়কের সমিপুর রাস্তার ঠিক মধ্যখানে পাকা খুটি নির্মান করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ উদ্দিন। জানা যায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তার নির্মাণের টেন্ডার পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ উদ্দিন। এলাকাবাসী জানান কাজ শুরুর দিকে সাইনবোর্ডের মাধ্যমে সতর্ক করা হলেও কাজের শেষের দিকে পাকা খুটি নির্মান করে রেখেছে। রাতের বেলায় যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। টমটম চালক রাজিব মিয়া বলেন আমরা রাতের বেলায় অনেক ঝুঁকি নিয়ে চলাচল করছি আমরা এই খুটি দ্রুত সরানোর দাবি জানাচ্ছি। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আকবর হোসেন জানান এভাবে রাস্তায় বাধা সৃষ্টি করা কিসের যুক্তিতে আমার বোধগম্য নয়। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা দ্রুত সরানোর দাবি জানাচ্ছি। স্থানীয় সরকার প্রকৌশলী কর্মকর্তা আহমেদ তানজিন উল্যাহ সিদ্দিকীর মোটো ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক বলেন আমি কাকাইলছেও যাওয়ার পথে এ খুটি দেখেছি । এটা দ্রুত সরানোর ব্যাবস্তা করা হবে।