গাজীপুর জেলার এডিসি সাইফুর রহমান বদলি হলেন
- আপডেট টাইম : ১০:৩৫:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ২৫১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমানকে বদলির আদেশ হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের উপ-সচিব রেহেনা আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৩ মার্চ তাকে অর্থ বিভাগে বদলির আদেশ জারি হয়।
সাইফুর রহমান গত বছরের ১১ মে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেন। তিনি একই বছরের ৬ জুন থেকে রাজস্ব ও এলএ শাখার দায়িত্ব পান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইফুর রহমান জেলা প্রশাসক আনিসুর রহমানের দিকনির্দেশনায় বিভিন্ন সেবামূলক কাজে দুর্নীতি ও হয়রানি প্রতিরোধে মনোযোগী হন। এতে বিশেষ করে এলএ শাখায় দীর্ঘদিন ধরে চলা কমিশন বাণিজ্য অনেকাংশে কমে যায়।
এ ছাড়া জেলা প্রশাসনের পাশে রাজদীঘিতে দীর্ঘদিন ধরে ইজারা ছাড়াই মাছ চাষ করে আসছিলেন কর্মচারী নেতা হেলাল উদ্দিন গং। প্রশাসন এই প্রথম তার আধিপত্য উপড়ে একাধিকবার মাছ নিলামে বিক্রি করে।
একাধিক কর্মকর্তা জানান, এডিসি সাইফুর রহমান ‘সৎ কর্মকর্তা’ হিসেবে পরিচিত। দুই বছরের স্থলে এক বছর পূর্ণ না হতেই তাকে বদলির আদেশ হয়েছে। গাজীপুরে জনস্বার্থে তার আরও প্রয়োজন ছিল।
কেউ কেউ বলছেন, কর্তৃপক্ষ প্রজাতন্ত্রের কর্মচারীদের যে কোন সময় বদলি করতে পারে। তবে কিছু প্রেক্ষাপট বিবেচনায় সাইফুর রহমানের বদলি ‘অস্বাভাবিক’ মনে হচ্ছে।দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন