ভারতের রাষ্ট্রপতি, রাজভবন কে জন রাজভবনের জন্য চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে
- আপডেট টাইম : ০৫:৩২:১১ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৩১ ৫০০০.০ বার পাঠক
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু দুই দিনের সফরে পশ্চিম বাংলায় আসেন। এবং পশ্চিম বাংলার রাজ্যপাল আনন্দ বোস ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজভবনে দেখা করেন। দুই জনের সাথে পশ্চিম বাংলার সার্বিক অবস্থা নিয়ে কথা হয়। এই সময় পশ্চিম বাংলার হেরিটেজ রাজভবন কে আম আদমি র সামনে তুলে ধরার জন্য রাজভবনের দ্বার উন্মুক্ত করার জন্য একটি প্রতিকী চাবি তুলে দেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু বলেন যে, এখন থেকে সাধারণ মানুষের জন্য রাজভবন দেখার জন্য সুযোগ পাবেন। কারণ এই ঐতিহাসিক হেরিটেজ রাজভবন দেখতে ভারতের ছাড়া বিশ্বের বহু দেশ থেকে মানুষ ছুটে আসেন কলকাতায়। তাদের কে দেখার সুযোগ করে দিতে হবে। সেই সঙ্গে রাজভবনের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখতে হবে। এদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একটি রাজভবনের ঐতিহাসিক ছবি ও তথ্য সংগ্রহ সম্পর্ক বই তুলে দেন পশ্চিম বাংলার রাজ্যপাল আনন্দ বোস। দুই দিনের সফর শেষে আজ দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু।।