আজ বামফ্রন্টের ডাকে একদিনের সরকারি কর্মচারীদের বন্ধে অচল মহা করণ
- আপডেট টাইম : ০১:৫০:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১১৯ ৫০০০.০ বার পাঠক
বামপন্থী সরকারি কর্মচারীদের ডাকা একদিনের বন্ধে অচল হয়ে পড়ে মহাকরন সহ সরকারি অফিস। এদিন পশ্চিম বাংলার মহাকরণের আশি ভাগ কর্মচারীদের দেখা মেলেনি। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ডি এ বাড়ানো র দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন কে সমর্থন করেছেন বামফ্রন্ট ও ভারতের জাতীয় কংগ্রেস এবং বি জে পি র নেতৃত্ব। তাদের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো তাদের ডি এ দিতে হবে। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সব দাবি মানতে রাজি নয়। তিনি সরকারি কর্মচারীদের মানবিক হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কে মান্যতা না দিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মহাকরণে সরকারি কর্মচারীদের হাজিরার ছিল নামমাত্র। শুধুমাত্র জরুরি কাজ ছাড়া কেউ অফিসে আসেনি। এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন রাস্তায় নামেন বামপন্থী ছাত্র ও যুব সঙগঠনের কর্মীরা। আজ শিয়ালদহ স্টেশন এর সামনে থেকে মহা করণ যাত্রা শুরু করার আগে বিশাল পুলিশ বাহিনী ছাত্র ও যুবকদের মিছিল কে আটকে দেয়। এবং তাদের কে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।এই ঘটনার পর পশ্চিম বাংলা সরকারের বিরুদ্ধে তিব্র নিন্দা করেন বামফ্রন্টের নেতা ও সাবেক ভারতের লোকসভার সদস্য শ্রী সুজন চক্রবর্তী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এম পি এবং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী অধীর চৌধুরী এবং পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী।।