ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আকাশে দেখা গেল টর্নেডো নারী যেমন পুরুষকে বুঝবে পুরুষও নারীকে বুঝতে হবে: এতেই শান্তি আসবে সোনারগাঁও ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন ড. ইউনূস বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা ও ৯০ শতাংশ মামলা এটিএম আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার র‍্যাঙ্কিংয়ে অবনতি, সরাসরি বিশ্বকাপে খেলা হবে তো বাংলাদেশের? হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর সত্য নয় দেশে ফিরেছেন খালেদা জিয়া সাথে দুই পুত্র বধূ: শুভেচ্ছা জানাতে জনাব হুমায়ুন কবির খানের নেতৃত্বে ঢাকার উদ্দেশ্যে হাজার হাজার নেতাকর্মী কাশিমপুরে ডেভিল হান্ট ও মাদক ব্যবসায়ী সহ আটক ৬ জন

আজ পবিত্র শ্যামপুর শরীফের ৪৩,তম, উরুস পাক উৎযাপন হল, এবং বিশ্বের শান্তি র জন্য দোয়া

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
  • আপডেট টাইম : ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৫৫২ ১৫০০০.০ বার পাঠক

আজ পশ্চিম বাংলার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্বে শ্যামপুর শরীফের পবিত্র উরুস পাক উৎযাপন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের সাধক হজরত সৈয়দ শাহ হজরত মাওলানা অসিমুদ্দিন শাহ আল কাদরী র রহমাতুল্লাহি সাল্লাম এর ৪৩,তম, উরুস পাক। এই পবিত্র শ্যামপুর শরীফের উরুস পাকে ভারতের বিভিন্ন যায়গায় থেকে হাজার হাজার মানুষ উপস্তিত হয়। এবং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের বিভিন্ন যায়গায় থেকে বহু মানুষ এই পবিত্র শ্যামপুর শরীফের উরুস পাকে আসেন দোয়া চাওয়ার জন্য। আজকের এই পবিত্র শ্যামপুর শরীফের উরুস পাকে উপস্তিত ছিলেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কাছাউয়া দরবার শরীফের পীর হজরত মাওলানা সৈয়দ রসিদ মাক্কী আশরাফি আল কাদরী আল জিলানী সাহেব। এ ছাড়া উপস্তিত ছিলেন মাওলানা মুফতি হজরত শাহনাজ হোসেন আল কাদরী এবং কলকাতা খিদিরপুর খানকা শরিফের ছোট হুজুর পাক হজরত সৈয়দ শাহ সালাউদ্দিন শাহ আল কাদরী। এই পবিত্র শ্যামপুর শরীফের উরুস পাক পরিচালনা করেন খিদিরপুর খানকা শরিফের গদ্দিনশীন পীরাণ পীর সৈয়দ শাহ আল্লামা সাইফুদ্দিন শাহ আল কাদরী। একই সাথে এই পবিত্র শ্যামপুর শরীফের আরেক টি উরুস পাক উৎযাপন হয় পবিত্র শ্যামপুর শরীফের পশ্চিম পাড়ার জামে মসজিদ পাশে সেখানে পবিত্র উরুস পাক পরিচালনা করেন খিদিরপুর খানকা শরিফের সেজ পীরজাদা মুফতি সৈয়দ শাহ গোলাম মুস্তারশিদ আল কাদরী সাহেব। বিশ্বের সকলের জন্য দোয়া করবেন খিদিরপুর খানকা শরিফের বর্তমান গদ্দিনশীন পীরাণ পীর সৈয়দ শাহ আল্লামা সাইফুদ্দিন শাহ আল কাদরী। সহযোগিতা করেন শ্যামপুর শরীফের উরুস পাক কমিটি এবং শ্যামপুর শরীফের শেরে খোদা মসজিদ নির্মাণ কমিটি।।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আজ পবিত্র শ্যামপুর শরীফের ৪৩,তম, উরুস পাক উৎযাপন হল, এবং বিশ্বের শান্তি র জন্য দোয়া

আপডেট টাইম : ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

আজ পশ্চিম বাংলার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্বে শ্যামপুর শরীফের পবিত্র উরুস পাক উৎযাপন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের সাধক হজরত সৈয়দ শাহ হজরত মাওলানা অসিমুদ্দিন শাহ আল কাদরী র রহমাতুল্লাহি সাল্লাম এর ৪৩,তম, উরুস পাক। এই পবিত্র শ্যামপুর শরীফের উরুস পাকে ভারতের বিভিন্ন যায়গায় থেকে হাজার হাজার মানুষ উপস্তিত হয়। এবং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের বিভিন্ন যায়গায় থেকে বহু মানুষ এই পবিত্র শ্যামপুর শরীফের উরুস পাকে আসেন দোয়া চাওয়ার জন্য। আজকের এই পবিত্র শ্যামপুর শরীফের উরুস পাকে উপস্তিত ছিলেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কাছাউয়া দরবার শরীফের পীর হজরত মাওলানা সৈয়দ রসিদ মাক্কী আশরাফি আল কাদরী আল জিলানী সাহেব। এ ছাড়া উপস্তিত ছিলেন মাওলানা মুফতি হজরত শাহনাজ হোসেন আল কাদরী এবং কলকাতা খিদিরপুর খানকা শরিফের ছোট হুজুর পাক হজরত সৈয়দ শাহ সালাউদ্দিন শাহ আল কাদরী। এই পবিত্র শ্যামপুর শরীফের উরুস পাক পরিচালনা করেন খিদিরপুর খানকা শরিফের গদ্দিনশীন পীরাণ পীর সৈয়দ শাহ আল্লামা সাইফুদ্দিন শাহ আল কাদরী। একই সাথে এই পবিত্র শ্যামপুর শরীফের আরেক টি উরুস পাক উৎযাপন হয় পবিত্র শ্যামপুর শরীফের পশ্চিম পাড়ার জামে মসজিদ পাশে সেখানে পবিত্র উরুস পাক পরিচালনা করেন খিদিরপুর খানকা শরিফের সেজ পীরজাদা মুফতি সৈয়দ শাহ গোলাম মুস্তারশিদ আল কাদরী সাহেব। বিশ্বের সকলের জন্য দোয়া করবেন খিদিরপুর খানকা শরিফের বর্তমান গদ্দিনশীন পীরাণ পীর সৈয়দ শাহ আল্লামা সাইফুদ্দিন শাহ আল কাদরী। সহযোগিতা করেন শ্যামপুর শরীফের উরুস পাক কমিটি এবং শ্যামপুর শরীফের শেরে খোদা মসজিদ নির্মাণ কমিটি।।