প্রতরনা করে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক এবং উত্তরা শাখা ব্যাংক থেকে ঋণ উত্তোলনের অভিযোগ
- আপডেট টাইম : ০৫:১২:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩
- / ৩৫১ ৫০০০.০ বার পাঠক
ঢাকার গাজীপুর জেলার সদর থানার উত্তর ছায়াবিথী মৌজার দলিল পত্র সৃজন করে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক এবং উত্তরা শাখা ব্যাংক, সোনারগাঁও জনপদ শাখা থেকে ঋণ উত্তোলনের অভিযোগ এগ্রো টেক সয়া ইন্ডস্ট্রিজ লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক কৃষণ গোপাল সাহা। গাজীপুর সদর মেট্টো থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সুত্রে জানা যায় বোরহান হাওলাদার জসীম দাগ নং- এস,এ -৯৩৮,৯৪০,৯৪১ ও ৯৪২, সি এস দাগ নং ২৪৩ আম মোক্তার নামা দলীল মুলে ১ একর ৩২ শতাংশের মালিক। গাজীপুর জেলার কাশিমপুর গ্রামের প্রাণ গোপাল সাহার পুত্র কৃষ্ণ গোপাল সাহা বাংলাদেশ ব্যাংক ও এবং পূবালী উত্তরা শাখা ব্যাংক লিমিটেডের কাছে। মৌজা বারেন্ডার জমির কিছু দাগ খতিয়ান ব্যবহার করে অবৈধভাবে টাকা উত্তোলন করে। এ ব্যাপারে গাজীপুর সদর মেট্টো থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এ ব্যাপারে বোরহান হাওলাদার জসীম জানান আমার ভোগ দখলীয় জমি কৃষ্ণ গোপাল সাহা দলিল সৃজন করে ব্যাংক থেকে বে আইনীভাবে টাকা উত্তোলন করেছে আমি এর তদন্ত সাপেক্ষে বিচার চেয়ে এসকল ব্যাংক লিঃ প্রধান কার্যালয় এবং পুলিশ প্রশাসনকে অবহিত করেছি।
এ ব্যাপারে গাজীপুর থানার অফিসার ইনচার্জ – জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের অনুসন্ধান চলছে