কাশিমপুরে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে বারেন্ডা নিজাম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ এর নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন
- আপডেট টাইম : ০৯:১৩:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩
- / ২২৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর থানার বারেন্ডা নিজাম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ এর নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন
এসময় শিক্ষার্থী অভিভাক শিক্ষক গণ্যমান্য ব্যাক্তিবর্গ রাজনৈতিক নেতাকর্মী র উপস্থিতিতে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০২ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ৩ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর,কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা।
এসময় শিক্ষার্থী অভিভাক শিক্ষক ও উপস্থিত জনতার উদ্দেশ্য প্রধান অতিথি র বক্তব্যে সাইজ উদ্দিন মোল্লা বলেন।
নবীন বরণ আমাদের সবার কাছে এই ২ টি শব্দ অনেক পরিচিত।নতুনদের বরণ করে নিতে কে না চায়! তেমনি আমরাও চেয়েছিলাম কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে যেন নবীনদের বরণ করে নিতে পারি,তারই ধারাবাহিকতায়
আজ অত্র স্কুলে এন্ড কলেজ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন।
অসংখ্য ধন্যবাদ সকল অভিভাবক,শিক্ষার্থী,শিক্ষক মণ্ডলী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যদের।আপনারা আমাদের সময় দিয়ে মূল্যবান বক্তব্যের মাধ্যমে নতুনদের উৎসাহ দিয়ে সহযোগিতা করছেন।নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো মানুষ করে গড়ে তোলার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।আর সবার বক্তব্য মতে,শিক্ষার্থীদের ভালো মানুষ করে গড়ে তোলার জন্য অভিভাবকদের ভূমিকাটাই সবচেয়ে বেশি। আপনার সন্তানকে ভালো মানুষ করার জন্য কিছুটা দায়িত্ব আমাদের দিয়েছেন।আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সন্তান যেন একজন ভালো মানুষ হয়ে,সুশিক্ষিত হয়ে এই স্কুল থেকে বের হয়ে যেতে পারে।সে যেনো দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারে,সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো তোমরা তোমাদের মা বাবার স্বপ্ন,একজন পিতার স্বপ্ন ভেঙে দিওনা,একজন মমতাময়ী মায়ের স্বপ্ন বিনষ্ট করে দিওনা,তোমার পিতা মাতা তোমার চোঁখে স্বপ্ন দেখে আগামীর ভবিষ্যৎ।নিজে না খেয়ে, নিজে না পরে,তোমার টিউশনির টাকা দিচ্ছে,তোমার সাইকেল কিনে দিতে,তোমার জুতা কিনে দিতে এক মাসের বাজার হয়না,তোমার নতুন জামা কিনে দিতে,অসুস্থ বাবা রোগাক্রান্ত শরীর নিয়ে কারখানায় করে,মায়ের অপারেশন করতে জমানো টাকাগুলো,তোমার পরিক্ষার ফরম ফিলাপে খরচ করে,তোমরা মানুষ হয়,তোমরা শিক্ষিত হয়ে,শিক্ষা নিয়ে,মা বাবার স্বপ্ন পূরন করো,সকল অভিভাবকদের অনুরোধ করবো আপনার সন্তানের দিকে লক্ষ করুন মাদকের ভয়াবহ সোবল থেকে দেশ সমাজ ও জাতিকে উদ্ধার করতে সহযোগীতা করুন,আপনাদের সহযোগিতা এবং বিশ্বাস আমাদের আগামীদিনের পথ চলার অনুপ্রেরণা।