এবার কলকাতায় বাংলাদেশিদের জন্য নিয়ে এল নতুন রসনার রেস্টুরেন্ট ও খাবারের হোটেল

- আপডেট টাইম : ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ৩০৬ ৫০০০.০ বার পাঠক
ভারতের বিখ্যাত ও জনবহুল শহর কলকাতা শহরের বুকে নতুন করে খুলেছে নতুন রসনায় ভরপুর দি গাজীবো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট টি ভারতের বিখ্যাত হোটেল ও রেস্টুরেন্ট কোম্পানি আলিজা গ্রুপের। এই রেস্টুরেন্ট টি খুলছে কলকাতার সোহাগ পরিবহন ব্যবস্থা র ডিপো এবং বহু বাংলাদেশ থেকে আগত মানুষের আশ্রয় স্হান কলকাতার মারকাজ স্ট্রিট এর কাছে এবং নিউমার্কেট এর নিকট। এই রেস্টুরেন্ট টি দুপুর ১২,থেকে, সকাল অথাৎ ভোর ১,টা, পযন্ত খোলা থাকে সাধারণ মানুষের জন্য। এই রেস্টুরেন্ট টি রিতিমত ভীড় জমিয়েছেন ভারতের কলকাতা শহরে বেড়াতে আসা এবং চিকিৎসা করতে আসা বিদেশী মানুষ। এই রেস্টুরেন্টে পাবেন ভেজ ও ননভেজ খাবারের বিভিন্ন খাবার। এবং সাথে সাথে সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে বাংলাদেশের বিভিন্ন রকমারি খাবারের পদ। যা আপনাদের পারমিট এর খাদ্যের মূল্য থাকছে। সাথে সাথে কাছাকাছি ভারতের সাথে বাংলাদেশের যাবার পরিবহন ব্যবস্থা। তাই যদি কেউ কলকাতায় আসেন তাহলে আপনারা এই রেস্টুরেন্ট টি তে ঘুরে আসতে ভুলবেন। এখানকার প্রতিটি কর্মচারী ও ম্যানেজমেন্ট অথিতিদের সেবা প্রদান করে থাকেন।।